এই প্রথম Vivo X100S ফোনের ছবি ফাঁস হল, ক্যামেরা হবে DSLR-এর মতো!

Update: 2024-04-25 14:41 GMT

ভিভো গত বছর চীনে Vivo X100 এবং Vivo X100 Pro নামে দুই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছিল। চলতি বছরে ভারতেও ফোন দু'টির বিক্রি শুরু হয়েছে। চীনা ব্র্যান্ডটি আবার X100 সিরিজের অধীনে কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ যার মধ্যে রয়েছে X100 Ultra, X100s Pro এবং X100s। এই প্রিমিয়াম ফোনগুলি নিয়ে জল্পনা তুঙ্গে। আর এখন প্রথমবার Vivo X100s-এর লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। কেমন দেখতে হতে চলেছে এই ফোনটি, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo X100s-এর লাইভ ইমেজ

জিএসএমএরিনা হাতে ধরা অবস্থায় ভিভো এক্স100এস-এর ছবি শেয়ার করেছে। ইমেজ অনুযায়ী, ফোনটি স্ট্যান্ডার্ড ভিভো এক্স100-এর কার্ভড ডিজাইন থেকে সরে আসবে এবং টেক্সচার্ড ফিনিশ সহ ফ্ল্যাট ফ্রেম বেছে নেবে। হ্যান্ডসেটের পিছনের প্যানেলটি সামান্য কার্ভ (2.5D) সহ কাঁচের তৈরি বলে মনে করা হচ্ছে। রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা অবস্থান করবে।

এছাড়াও জানা গেছে যে, ভিভো এক্স100এস-এর ক্যামেরা সিস্টেম বিদ্যমান এক্স100 মডেলের মতোই হবে। অর্থাৎ, এতে 15 মিমি আল্ট্রাওয়াইড সেন্সর, 70 মিমি পেরিস্কোপ লেন্স এবং 15-70mm জুম সেটআপ ও এফ/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে৷

Vivo X100s-এর সামনে ফ্ল্যাট-এজ ডিসপ্লে দেখা যাবে। উল্লেখ্য, এই ভিভো ফোনটির কালার স্কিম iPhone 15 Pro থেকে অনুপ্রাণিত বলে মনে হচ্ছে। তবে, এটি আরও স্লিম হবে বলে আশা করা হচ্ছে। iPhone 15 Pro 8.3 মিলিমিটারের পাতলা, সেখানে এটি মাত্র 7.89 মিমি পুরু হবে। ফোনটিতে MediaTek Dimensity 9300+ চিপসেট ব্যবহার হবে। অনেকাংশে যা বাজারে উপলব্ধ ডাইমেনসিটি 9300-এর অনুরূপ হলেও, মেইন কর্টেক্স-এক্স4 কোরের ক্লক স্পিড আরও হাই হবে।

মূল্য সম্পর্কে বললে, স্ট্যান্ডার্ড Vivo X100-এর দাম 3,999 ইউয়ান (প্রায় 45,980 টাকা) ছিল, আর নানা রিপোর্ট নির্দেশ করেছে যে, Vivo X100s একইরকম দামে বাজারে আসবে। কোম্পানি এখনও লঞ্চ সর্ম্পকে কিছু না জানালেও, ফাঁস হওয়া তথ্যগুলি ইঙ্গিত দেয় যে Vivo X100s Pro এবং X100s Ultra এর সাথে Vivo X100s আগামী মাসে অর্থাৎ মে-তে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News