চাঁদিফাটা গরমে তোলা ছবিতে শীতের আমেজ! তাক লাগাচ্ছে স্মার্টফোনের AI এডিটিং ফিচার্স

Update: 2024-04-30 06:54 GMT

ভিভো বর্তমানে তাদের লেটেস্ট নম্বর সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Vivo X100s সর্ম্পকে বিভিন্ন সূত্র মারফৎ সামনে এসেছে। এমনকি ফোনটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও হাজির হয়েছে। তা সত্ত্বেও, এতদিন ভিভোর তরফে এই ফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে ভিভো চায়না প্রোডাক্ট ম্যানেজার, হ্যান বক্সিয়াও এখন অবশেষে Vivo X100s-এর অস্তিত্ব স্বীকার করেছেন। এর পাশাপাশি তিনি ফোনটির একটি বিশেষ এআই (AI) ফিচারের ব্যাপারেও জানিয়েছেন।

প্রকাশ্যে এল Vivo X100s-এর বিশেষ AI ক্যামেরা ফিচার

ভিভোর চীনা শাখার প্রোডাক্ট ম্যানেজার, হ্যান বক্সিয়াও সোশ্যাল মিডিয়ায় ভিভো এক্স১০০এস-এর আগমন সর্ম্পকে নিশ্চিত করেছেন। যদিও তিনি স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি, তবে তিনি কিছু ক্যামেরা স্যাম্পল শেয়ার করে "ফোর সিজন পোর্ট্রেট" (অনুবাদিত) মোড নামে একটি দুর্দান্ত ক্যামেরা ফিচার প্রদর্শন করেছেন। বছরের চারটি প্রধান ঋতু - বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতের সাথে মেলে এমন পোট্রেট ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে মোডটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-নির্ভর ইমেজ প্রসেসিং ব্যবহার করে।

হ্যান এই মোড ব্যবহার করে পরিবর্তিত ছবিগুলি দেখিয়েছেন। বৈশিষ্ট্যটি বিভিন্ন মরশুমের সাথে মানানসই ব্যাকগ্রাউন্ড দিয়ে পোর্ট্রেট ছবিগুলিকে রূপান্তর করতে পারে এবং ছবিগুলি যথেষ্ট বাস্তবসম্মত দেখায়। স্পষ্টতই, এটি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে না, তার সাথে এটি পোর্ট্রেটে থাকা ব্যক্তির মুখ এবং আশেপাশের আলো এবং ছায়াগুলিকে নির্বাচিত ঋতুর সাথে মানানসই করে তোলে। তিনি জানিয়েছেন যে, এটি সবই ভিভোর এআইজিসি (AIGC) ইমেজিং প্রযুক্তির অংশ।

যদিও নিশ্চিত করা হয়নি, তবে ফোনটিতে Vivo X100-এর মতো একই রকম ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, পিছনে এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৫ মিলিমিটারের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১৫ মিলিমিটারের থেকে ৭০ মিলিমিটারের ফোকাল লেন্থ সহ একটি ৭০ মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স উপস্থিত থাকবে।

জানিয়ে রাখি, ইতিমধ্যেই Vivo X100s-এর রিয়েল-লাইফ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে, যা নিশ্চিত করে যে ফোনটি ফ্ল্যাট লুক অফার করার জন্য স্ট্যান্ডার্ড Vivo X100-এর কার্ভড এজের ডিজাইন থেকে সরে আসবে। স্মার্টফোনটি MediaTek Dimensity 9300 Plus প্রসেসরে চলবে, যা আনটুটু (AnTuTu) লিস্টিং দ্বারা প্রকাশ করা হয়েছে। ব্যাটারির বিবরণ এখনও অজানা রয়েছে, তবে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ডেটাবেস থেকে জানা গেছে যে ফোনটি সম্ভবত ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। Vivo X100s মে মাসের কোনও এক সময় Vivo X100s Pro এবং X100 Ultra-এর সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News