Vivo X200 সিরিজের ফোন অর্ডার করতে হুড়োহুড়ি ক্রেতাদের, বিক্রি বাড়লো ১৫০ শতাংশ
গতকাল লঞ্চ হয়েছে Vivo X200 সিরিজ। এই সিরিজের অধীনে বেস মডেল সহ Vivo X200 Pro ও Vivo X200 Pro Mini বাজারে এসেছে। লঞ্চের পরপরই ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হয়। ভিভোর তরফে জানানো হয়েছে, নতুন ফোনগুলিকে ব্যাপক পছন্দ করেছে মানুষ। প্রথম দিনের প্রি-অর্ডার রিপোর্ট অনুযায়ী, আগের এক্স সিরিজের স্মার্টফোনের তুলনায় নতুন সিরিজের ডিভাইসগুলির অর্ডার ১৫০ শতাংশ বেড়েছে।
ভিভো আরও বলেছে, বেস মডেলের তুলনায় প্রো মডেলের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে মানুষ। পূর্বসূরিদের তুলনায় প্রো মডেল দুটির প্রি-অর্ডার বেড়েছে ২০০ শতাংশ। জানিয়ে রাখি ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসরের প্রথম স্মার্টফোন হিসেবে এসেছে X200 সিরিজ। এই সিরিজের বেস মডেলের দাম শুরু হয়েছে ৪,২৯৯ ইউয়ান অর্থাৎ প্রায় ৫০,৮৪০ টাকা।আর Vivo X200 Pro সিরিজের দাম শুরু হয়েছে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৭৪০ টাকা) থেকে।
Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার
Vivo X200 ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ওলেড এলটিপিএস ডিসপ্লে ও তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যদিকে Vivo X200 Pro ও Pro Mini তে পাওয়া যাবে যথাক্রমে ৬,০০০ এমএএইচ ও ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, উভয় ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই দুই মডেলে ৬.৭৮ ইঞ্চি ও ৬.৩১ ইঞ্চির ডিসপ্লে আছে।
আর Vivo X200 Pro মডেলে ২০০ মেগাপিক্সেল জেইস এপিও (Zeiss APO) টেলিফোটো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে Mini মডেলে সনি-এলওয়াইটি-৮১৮ সেন্সর সহ তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় মডেলে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।