Vivo X80 Lite: ভিভোর নতুন ফোনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে অ্যামোলেড ডিসপ্লে

Update: 2022-09-15 08:02 GMT

ভিভো গত এপ্রিলে চীনের মার্কেটে লঞ্চ করে তাদের X80 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি। এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo X80 এবং Vivo X80 Pro মডেল দুটি এরপর মে মাসে গ্লোবাল মার্কেট এবং ভারতের বাজারেও পা রাখে। আর বর্তমানে সংস্থাটি এই লাইনআপে আরেকটি নতুন মডেল সংযোজন করার পরিকল্পনা করছে। Vivo X80 Lite নামের এই নতুন হ্যান্ডসেটটি শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই এখন একটি নতুন রিপোর্টে Vivo X80 Lite-এর প্রধান স্পেসিফিকেশনগুলির পাশাপাশি এর কিছু রেন্ডারও প্রকাশ করা হয়েছে। মনে করা হচ্ছে, ফোনটির লঞ্চ আসন্ন। চলুন X80 Lite সম্পর্কে যা যা তথ্য সামনে এল, সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৮০ লাইট-এর স্পেসিফিকেশন - Vivo X80 Lite Expected Specifications

উইনফিউচার (Winfuture.de)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স৮০ লাইট-এ ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে। এক্স৮০ লাইট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। তবে, অতিরিক্ত স্টোরেজের জন্য ডিভাইসে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouch OS) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য,Vivo X80 Lite-এর রিয়ার প্যানেলে এফ/১.৭৯ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ডিসপ্লের ওপরের নচটিতে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, X80 Lite-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এটি ৫জি, ডুয়েল-সিম, এনএফসি, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি-সি পোর্টের মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অফার করবে। এটি লক্ষণীয় যে, Vivo X80 Lite-এর ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই বেশ পরিচিত, কেননা এটি এশিয়ার বাজারে উপলব্ধ Vivo V25 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসতে চলেছে।

উল্লেখ্য, উইনফিউচার-এর রিপোর্টে বলা হয়েছে যে, ইউরোপের মার্কেটে Vivo X80 Lite-এর দাম ৪৫০ ইউরো (প্রায় ৩৫,৬৬৫ টাকা) রাখা হতে পারে। এছাড়া রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটটি অরেঞ্জ এবং ব্ল্যাক- এই দুই কালার অপশনে পাওয়া যাবে।

Tags:    

Similar News