ক্যামেরাতেই বাজিমাত! দুর্ধর্ষ ফিচারের Vivo X90 সিরিজ এন্ট্রি নিচ্ছে, লঞ্চের তারিখ প্রকাশ
প্রখ্যাত টেক ব্র্যান্ড ভিভো (Vivo) খুব শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের X90 সিরিজের হ্যান্ডসেটগুলি দেশীয় বাজারে লঞ্চ করতে চলছে। কোম্পানি বর্তমানে এই লাইনআপে অন্তর্ভুক্ত তিনটি প্রিমিয়াম গ্রেডের ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এগুলি হল- স্ট্যান্ডার্ড X90, X90 Pro, এবং টপ-এন্ড X90 Pro+ 5G। যদিও, ভিভো এই সিরিজের কতগুলি ডিভাইসের ওপর কাজ করছে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি। তবে, এবার কোম্পানির তরফ থেকে Vivo X90 সিরিজের স্মার্টফোনের লঞ্চের তারিখটি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি মাসেই এই ফ্ল্যাগশিপ লাইনআপের ডিভাইসগুলি চীনের মার্কেটে আত্মপ্রকাশ করবে। একটি আমন্ত্রণের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে। আমন্ত্রণটি ভিভো ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন এবং রঙের বিকল্পগুলিও প্রকাশ করেছে। অন্যদিকে, ফোনটির গ্লোবাল লঞ্চ টাইমলাইনও এক সুপরিচিত টিপস্টার সামনে এনেছেন। কোম্পানি ভারতেও Vivo X90 সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
ঘোষিত হল Vivo X90 Pro+ 5G-এর লঞ্চের তারিখ
ভিভো আগামী ২২ নভেম্বর চীনে এক্স৯০ প্রো প্লাস ৫জি হ্যান্ডসেটটি লঞ্চ করবে। কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে ফোনটির গ্লোবাল লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে ভিভো প্রকাশ করেছে যে, ফোনটি কমপক্ষে দুটি কালার অপশনে লঞ্চ হবে - ব্ল্যাক এবং রেড। এর ডিজাইনটি অতীতে ফাঁস হওয়া রেন্ডারের মতোই, যা ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের নীচে "এক্সট্রিম ইমাজিনেশন" টেক্সট সহ ব্যাক প্যানেল জুড়ে একটি কালো স্ট্রিপ প্রদর্শন করে।
প্রসঙ্গত অফিসিয়াল পোস্টার অনুযায়ী, হ্যান্ডসেটটির পিছনে একটি বৃত্তকার কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যাবে। এটির ওপরের ডানদিকে কোণায় একটি এলইডি ফ্ল্যাশও থাকবে। আর জেইস (Zeiss) ব্র্যান্ডিংটি ডানদিকে কালো স্ট্রিপের ওপরে অবস্থান করবে। ভিভো ফোনটির গ্লোবাল লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে, টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, ডিভাইসটি আগামী মাসের কোনো এক সময় বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। আশা করা যায় যে, কোম্পানি চায়না ইভেন্টে প্রো প্লাস মডেলে সাথে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটিও উন্মোচন করতে পারে।
জানিয়ে রাখি, Vivo X90 Pro+ 5G-এর ইউনিক সেলিং পয়েন্ট হবে এর ক্যামেরা সেটআপ। কোম্পানি ইতিমধ্যেই ফোনের ডিজাইনটি টিজ করেছে, বৃত্তাকার ক্যামেরা মডিউলটি দেখিয়েছে। মনে করা হচ্ছে, ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে৷ Xiaomi 12S Ultra-তেও এই একই সেন্সর দেখা যায় এবং আর Xiaomi 13 Pro-তেও এই ইমেজ সেন্সরটি অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। X90 Pro+ 5G-এর প্রাইমারি ক্যামেরার সাথে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ ক্যামেরা। ফোনটিতে ভিভোর ভি২ আইএসপিও থাকবে, যা লো লাইটে এবং পোর্ট্রেট মোডে ক্যামেরার পারফরম্যান্স উন্নত করবে বলে জানা গেছে।
এছাড়াও, Vivo X90 Pro+ 5G কিউ-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। গিকবেঞ্চ তালিকা অনুসারে, ফোনটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হতে পারে৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক অরিজিন ওএস ওশান (Origin OS Ocean) কাস্টম স্কিনে রান করবে। আর এর ভারতীয় ভ্যারিয়েন্টে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) থাকতে পারে। শোনা যাচ্ছে, ভিভো ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে ফোনটি লঞ্চ করবে এবং এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Vivo X90 মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট/ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এর অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেটি ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ভিভো হ্যান্ডসেটে নতুন ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮-সিরিজের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ডিভাইসটিতে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলি-পোর্ট্রেট ক্যামেরাও থাকতে পারে।