প্রথমবার Vivo X90 Pro+ ফোনের ছবি ফাঁস, অসাধারণ ডিজাইনের সাথে থাকবে কোয়াড ক্যামেরা

Update: 2022-10-12 07:09 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো গত এপ্রিল মাসে উন্মোচন করেছিল তাদের লেটেস্ট Vivo X80 ফ্ল্যাগশিপ সিরিজের হ্যান্ডসেটগুলি। এই সিরিজটি লঞ্চের কয়েকমাস পর থেকেই এর উত্তরসূরি X90-কে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। ব্র্যান্ডটি এবছরের শেষের চীনের বাজারে Vivo X90 লাইনআপের ডিভাইসগুলি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আসন্ন সিরিজে অন্তর্ভুক্ত X90, X90 Pro এবং X90 Pro+- মডেলগুলি সম্পর্কে ইতিমধ্যেই অনলাইনে নানা বিবরণ ফাঁস হয়েছে। অনুমান করা যায় সিরিজের সবকটি মডেলের মধ্যে, Pro+ সংস্করণটি ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। একটি X-সিরিজের ফোন হওয়ায় এটি দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক টিপস্টার বিভিন্ন লিকের ওপর ভিত্তি করে Vivo X90 Pro+ এর একটি রেন্ডার তৈরি করেছেন এবং সেটিকে শেয়ার করেছেন, যা ফোনটির প্যানেলের ডিজাইনটি প্রকাশ করেছে। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo X90 Pro+-এর রেন্ডার

টিপস্টার বেন গেসকিন (Ben Geskin) অনলাইন উপলব্ধ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে নতুন ভিভো এক্স৯০ প্রো প্লাসের একটি রেন্ডার তৈরি করেছেন। টিপস্টারের শেয়ার করা এই ছবিটি ফোনের সামনের অংশটি প্রদর্শন করেনি। তবে খুব সম্ভবত, এতে কার্ভড এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে এবং সেলফি ক্যামেরার জন্য প্যানেলটির ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। রেন্ডারটি প্রকাশ করেছে যে, এক্স৯০ প্রো প্লাস ডুয়েল-টোন রিয়ার ডিজাইনের সাথে আসবে।

প্রসঙ্গত, ভিভো এক্স৯০ প্রো প্লাসের ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউলের যে অংশটি রয়েছে তাতে একটি গাঢ় এবং গ্লসি ফিনিস থাকবে। তবে, অবশিষ্ট অংশে ম্যাট লুক দেখা যাবে। ওপরের দিকে একটি এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ক্যামেরার জন্য জেইস (ZEISS) ব্র্যান্ডিংটি ওপরের-বাম কোণে অবস্থান করবে।

এছাড়া, ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ জানা গেছে যে, Vivo X90 Pro+ আপকামিং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটটি কোয়ালকম আগামী নভেম্বর মাসে আয়োজিত স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit)-এর মঞ্চে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আবার, ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯-সিরিজের সিপিইউ ভ্যারিয়েন্টেও আসতে পারে।

উল্লেখ্য, Vivo X90 Pro+-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনে ৫,০০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি ব্যবহার করা হতে পারে যা ১০০ ওয়াট/১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়া X90 Pro+-এর প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হল, এটি একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর অফার করবে, যার সাথে একটি আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার এবং ৫x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যুক্ত থাকতে পারে। আর অপ্টিমাইজ করা ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য, ডিভাইসটি ভিভোর নিজস্ব ভি২ (Vivo V2) আইএসপি-এর সাথে আসতে পারে।

Tags:    

Similar News