দুর্দান্ত ক্যামেরার সাথে ফাস্ট ‌চার্জিং ক্ষমতা, Vivo X90 Pro Plus আসছে 80W চার্জিংয়ের সাথে

Update: 2022-11-05 08:12 GMT

ভিভো (Vivo)-এর X-সিরিজের হ্যান্ডসেটগুলি আকর্ষণীয় ক্যামেরা সেটআপ, দ্রুততম প্রসেসর এবং একধিক উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্যের সাথে বাজারে পা রাখে। এবছর এপ্রিল মাসে Vivo X80 লাইনআপটি উন্মোচিত হয়েছে। আর বর্তমানে ভিভো পরবর্তী প্রজন্মের X90 সিরিজের ফোনগুলির ওপর কাজ করছে। চলতি বছরের শেষের দিকে আপকামিং ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে। তবে তার আগেই এখন এই লাইনআপের মডেলগুলির মধ্যে একটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। সাইটের তালিকায় উল্লেখিত মডেল নম্বরটি দেখে অনুমান করা হচ্ছে যে, এটি সিরিজের সর্বোচ্চ-স্তরের Vivo X90 Pro+ মডেল। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo X90 Pro+ পেল 3C- এর অনুমোদন

টুইটার ব্যবহারকারী আনভিন (@ZionsAnvin)-এর সাম্প্রতিক একটি টুইটের মাধ্যমে জানা গেছে যে, V2227A মডেল নম্বর সহ একটি ভিভো ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইট থেকে অনুমোদন লাভ করেছে।

https://twitter.com/ZionsAnvin/status/1588562722454896640

আর অনুমান করা হচ্ছে যে, এই মডেল নম্বরটি ভিভো এক্স৯০ প্রো প্লাস হ্যান্ডসেটের সাথে যুক্ত। ৩সি-এর তালিকা অনুযায়ী, এই ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করেবে। এছাড়াও, এটি ৫জি সংযোগ প্রদান করবে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ভিভো খুব শীঘ্রই এক্স৯০ সিরিজটি উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, সংস্থাটি এবছরের শেষের দিকে এই ফ্ল্যাগশিপ লাইনআপটির ওপর থেকে পর্দা সরাতে পারে। তাই খুব শীঘ্রই ভিভোর তরফে আনুষ্ঠানিকভাবে এবিষয়ে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত অনলাইনে Vivo X90 Pro+-এর একাধিক স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে, চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৯০ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Vivo X90 Pro+ Expected Specifications

টেকগোইং এর একটি সাম্প্রতিক রিপোর্টে আসন্ন Vivo X90 Pro+-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটিতে ৬.৭৮ ইঞ্চির স্যামসাং নির্মিত অ্যামোলেড ই৬ (AMOLED E6) ডিসপ্লে থাকবে। প্যানেলটি ২কে (2K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট করবে। ডিভাইসটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে এবং রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এর কোনও ডাইমেনসিটি চিপসেট ভ্যারিয়েন্ট বাজারে আসবে না। সিরিজের অন্য দুটি স্মার্টফোন-X90 এবং X90 Pro-এ ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরটি থাকবে। Vivo X90 Pro+ সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 Pro+-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ভি (Sony IMX989V) ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর সমন্বিত কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। প্রধান ক্যামেরার সাথে সহায়ক লেন্স হিসেবে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৯৮ (Sony IMX598) আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৭৮ (Sony IMX578) পোর্ট্রেট লেন্স এবং ওমনিভিশন ওভি৬৪এ (OmniVision OV64A) পেরিস্কোপ জুম ইউনিট যুক্ত থাকবে৷ সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, X90 Pro+ ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News