Vivo X90, X90 Pro+ দেখতে কেমন হবে, কৌতুহল মিটিয়ে এই প্রথম সম্পূর্ণ ছবি প্রকাশ
প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা ভিভো (Vivo) আগামী ২২ নভেম্বর চীনের বাজারে তাদের ফ্ল্যাগশিপ Vivo X90 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে Vivo X90, X90 Pro এবং X90 Pro+ এই তিনটি স্মার্টফোন বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিও ইতিমধ্যেই X90 সিরিজের ডিজাইন প্রদর্শনের জন্য কয়েকটি রেন্ডার প্রকাশ করেছে। তবে, ভিভো উল্লিখিত প্রতিটি স্মার্টফোনের রেন্ডার প্রকাশ করেনি। কিন্তু এখন একটি নতুন রিপোর্টে Vivo X90 এবং X90 Pro+-এর কয়েকটি অফিসিয়াল রেন্ডার প্রকাশ করা হয়েছে, যা ডিভাইস দুটির ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্টগুলি সামনে এনেছে। চলুন এই রেন্ডারগুলি থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
ফাঁস হল Vivo X90 এবং X90 Pro+-এর অফিসিয়াল রেন্ডার
৯১মোবাইলসের সাম্প্রতিক একটি রিপোর্টের মাধ্যমে নতুন ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো+-এর অফিসিয়াল রেন্ডারগুলি সামনে এসেছে। রেন্ডার অনুযায়ী, এক্স৯০ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল এবং প্রো প্লাস মডেল - উভয়েরই অভিন্ন চেহারা কারণ এগুলিতে কার্ভড এজ ওলেড (OLED) ডিসপ্লে এবং ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল ক্যামেরা অবস্থান করবে। আর এক্স৯০ এবং এক্স৯০ প্রো+ মডেলগুলির ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।
তবে, উভয়ের মধ্যেই ডিজাইনের ক্ষেত্রে একমাত্র প্রধান পার্থক্য হল এক্স৯০-তে প্রো প্লাস ভ্যারিয়েন্টের তুলনায় ছোট আকারের ক্যামেরা মডিউল থাকবে। উভয় স্মার্টফোনের রেড কালার ভ্যারিয়েন্টে লেদার ব্যাক দেখা যাচ্ছে। আর ফোনগুলির ক্যামেরা মডিউলের নীচে, "এক্সট্রিম ইমাজিনেশন" এবং "ভিভো | জেইস কো-ইঞ্জিনিয়ার্ড" টেক্সটগুলি থাকবে। এছাড়া, এক্স৯০ এবং এক্স৯০ প্রো প্লাস-এর ব্ল্যাক এবং ব্লু ভ্যারিয়েন্টগুলি ম্যাট লুকের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। দুটি ভিভো ফোনেই গ্লাস ব্যাক লাগানো হতে পারে। আর উভয় ডিভাইসের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থান করবে।
উল্লেখ্য, Vivo X90 Pro মডেলটির কোনও রেন্ডার এখনও প্রকাশ্যে আসেনি। তবে, X90 Pro-এ সম্ভবত X90 এবং X90 Pro+ এর মতোই ডিজাইন থাকবে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে দেখা গেছে যে, X90 সিরিজের সামগ্রিক ডিজাইনটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া পূর্বসূরি Vivo X80 লাইনআপের থেকে খুব বেশি আলাদা নয়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, X90 এবং X90 Pro-এ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ চিপসেট থাকবে, যেখানে X90 Pro+ আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে।