Vivo Y100: আজব! লঞ্চের আগেই ভিভোর নয়া ফোনের বিক্রি শুরু, দাম কত? ফিচারই বা কেমন?

Update: 2023-02-11 11:26 GMT

ভিভো খুব শীঘ্রই তাদের Y-সিরিজের অধীনে Vivo Y100 স্মার্টফোনটি বাজারে আনার পরিকল্পনা করছে। এমনকি, ব্র্যান্ডটি গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে এই নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেটটির লঞ্চের জন্য টিজারও প্রকাশ করেছে। আবার, সম্প্রতি বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটির দাম ও মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও, কোম্পানি Vivo Y100-কে এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা করেনি, তবে আশ্চর্যজনকভাবে লঞ্চের আগেই ভারতের একটি অফলাইন স্টোরের মাধ্যমে এই Y-সিরিজের নয়া ফোনটির বিক্রি শুরু হয়ে গেছে। আসুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই Vivo Y100-এর বিক্রি চালু করে দিল ভারতের এক অফলাইন রিটেলার

মুম্বই-ভিত্তিক স্মার্টফোন রিটেইলার, মহেশ টেলিকম দাবি করেছে যে, ভিভো ওয়াই১০০ এখন কেনার জন্য উপলব্ধ। এই খুচরা বিক্রেতার কাছে স্পষ্টতই ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৪,৯৯৯ টাকা দামের স্মার্টফোনটি স্টকে আছে। আবার ৯১মোবাইলস এর দাবি, ভিভো ওয়াই৭৫ ৪জি-এর স্টক যে সব রাজ্যগুলিতে নেই, ওয়াই১০০ শুধুমাত্র সেখানেই কেনার জন্য উপলব্ধ।

https://twitter.com/MAHESHTELECOM/status/1623994441609678848?t=JGTYEZkd3QTJJv2gQ098Gw&s=19

Vivo Y100-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ওয়াই১০০-এর মার্কেটিং ছবি থেকে সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। জানা গেছে, স্মার্টফোনটি ৬.৩৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামট, ১,৩০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস এবং এইচডিআর১০+ অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকতে পারে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Vivo Y100-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

ডিভাইসটির একটি প্রধান সেলিং পয়েন্ট হতে পারে এর কালার চেঞ্জিং রিয়ার প্যানেল। Vivo Y100 টোয়াইলাইট গোল্ড, প্যাসিফিক ব্লু এবং মেটাল ব্ল্যাক- এর মতো কালার অপশনে বাজারে আসবে বলে জানা গেছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এই Vivo Y সিরিজের মডেলটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে।

Tags:    

Similar News