Vivo Y100: এখন সোনালী, পরমুহূর্তেই কালো, রং পরিবর্তনকারী বৈশিষ্ট্যের নতুন ফোন বাজারে আসছে

Update: 2023-02-02 14:17 GMT

ভিভো তাদের Y-সিরিজের পরবর্তী স্মার্টফোন শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। এটি Vivo Y100 নামে বাজারে আসবে। সম্প্রতি ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও দেখা গেছে, যা এর মডেল নম্বরের ইঙ্গিত দিয়েছে। এদিকে ভিভো আনুষ্ঠানিকভাবে নতুন Vivo Y100-এর একটি টিজার প্রকাশ্যে এনেছে, যা এর পিছনের অংশের ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক Vivo Y-সিরিজের আপকামিং ফোনটি দেখতে ঠিক কেমন হবে।

প্রকাশিত হল Vivo Y100-এর অফিসিয়াল টিজার

ভিভো দ্বারা প্রকাশিত নতুন টিজারে দেখা গেছে যে, ভিভো ওয়াই১০০-এ একটি সমসাময়িক স্লিম এবং লাইট ওয়েট ডিজাইন রয়েছে। এছাড়া, এই ফোনটির রিয়ার প্যানেলের জন্য দুটি কালার চেঞ্জিং অপশন বাজারে উপলব্ধ হবে বলেও টিজারে নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কালো এবং সোনালী।

সূত্রের খবর, ওয়াই১০০ মডেলটি ৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৬ জিবি র‍্যাম এবং এআরএম মালি জি৬৮ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলেও জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই১০০-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত থাকবে। আবার, ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। ভারতের বাজারে ভিভো ওয়াই১০০-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম হতে পারে প্রায় ২৭,০০০ টাকা।

উল্লেখ্য, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে আগ্রহী ক্রেতাদের জন্য একটি "নোটিফাই মি" বাটন লাইভ রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, Vivo Y100 খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। সুতরাং, কোম্পানি আগামী দিনে ফোনটির সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News