Vivo Y17s: অল্প দামে ভালো ফোন কেনার স্বপ্নপূরণ করতে এগিয়ে এল ভিভো, নয়া মডেল লঞ্চ শীঘ্রই

Update: 2023-09-05 06:01 GMT

ভিভো (Vivo) ইদানিং তাদের Y-সিরিজের অধীনে ক্রমাগত নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করছে। সম্প্রতি, কোম্পানি MediaTek-এর Dimensity 7020 প্রসেসর সহ চীনে Vivo Y77t ফোনটি উন্মোচন করেছে। আবার, গত মাসে Vivo Y78+ (t1) সংস্করণও বাজারে এসেছে। আর এখন, Vivo Y17s নামে আরেকটি ভিভো স্মার্টফোনকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছে, যা এর কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এটি ব্র্যান্ডের একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। আসুন তাহলে বেঞ্চমার্ক তালিকা থেকে ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo Y17s-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

V2310 মডেল নম্বর সহ ভিভো ওয়াই১৭এস গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে, যা এর পারফরম্যান্স সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছে। এই লিস্টিং অনুযায়ী, আসন্ন ফোনটিতে অক্টা-কোর ইউনিসক টাইগার টি৭০০ প্রসেসর এবং মালি জি৫২ এমসি২ জিপিইউ দ্বারা চালিত হবে।

এছাড়াও প্রকাশ করেছে যে, ফোনটিতে ৪ জিবি র‍্যাম থাকবে (যদিও উল্লেখ করা হয়েছে ৩.৬৬ জিবি) এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপরে ফানটাচ ওএস (FunTouch OS) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে বলে আশা করা হচ্ছে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এই ভিভো ফোনটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ৩২৮ এবং মাল্টি-কোর টেস্টে ১,১৬১ পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, Vivo Y17s ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর মতো সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এটি ব্লুটুথ ৫.০-এর সাথে ৪জি সংযোগ প্রদান করবে। ভারতে Vivo Y17s-এর লঞ্চের তারিখ এখনও অজানা, তবে আগামী কয়েক মাসের মধ্যে এটির বাজারে আসার সম্ভাবনা রয়েছে। নামের ওপর ভিত্তি করে, Vivo Y17s-কে স্ট্যান্ডার্ড Vivo Y17-এর একটি রিফ্রেশ সংস্করণ বলে মনে করা হচ্ছে। তবে, দুটি ফোন সম্পূর্ণ সম্পর্কহীনও হতে পারে, কারণ Vivo Y17 চার বছর আগে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, Vivo Y সিরিজের অন্যান্য মডেলের মতো, Vivo Y17s-ও একটি বাজেট-বান্ধব স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এতে অন্তত ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি বড় ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং একটি কম শক্তিশালী MediaTek প্রসেসর থাকতে পারে।

Tags:    

Similar News