Vivo Y17s: খেটে খাওয়া মানুষদের জন্য সস্তায় দুর্ধর্ষ ফোন আনল ভিভো, ফিচার্স শুনলে চমকে যাবেন

Update: 2023-09-18 05:38 GMT

ভিভো চুপিসারে তাদের Y-সিরিজের অধীনে সস্তায় Vivo Y17s মডেলটি সিঙ্গাপুরে লঞ্চ করেছে। সেখানে সংস্থার ওয়েবসাইটে স্মার্টফোনটির সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Y17s আসলে Vivo Y15s-এর উত্তরসূরি বলে মনে করা হচ্ছে, যা ২০২১ সালের নভেম্বরে সে দেশের বাজারে এসেছিল। Vivo Y17s এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন তাহলে নতুন Vivo Y17s-এর মূল্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক৷

Vivo Y17s-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই১৭এস-এ ১,৬১২ × ৭২০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট, ৮৩% এনটিএসসি (NTSC) কালার গ্যামট এবং ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ওয়াই১৭এস-এ মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি কর্টেক্স-এ৭৫ কোর, ১.৮ গিগাহার্টজে রান করা ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর এবং মালি-জি৫২ এমপি২ জিপিইউ রয়েছে৷ সঙ্গে ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ আছে ৷ তবে, মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টিবি পর্যন্ত প্রসারিত করাও যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo Y17s-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সম্প্রতি লঞ্চ হওয়া ভিভোর অন্যান্য ফোনের মতো পিছনে একটি পৃথক মডিউলের ভিতরে ক্যামেরাগুলি স্থাপন করা হয়েছে। স্মার্টফোনটিতে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর অবস্থান করছে৷ আর ফোনের সামনে ওয়াটারড্রপ নচের ভিতরে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y17s-এ ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৪জি, ওয়াই-ফাই ২.৪ গিগাহার্টজ / ৫ গিগাহার্টজ, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপসি পোর্ট, প্রভৃতি। Vivo Y17s-এর অনবোর্ড সেন্সরগুলি হল অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, প্রক্সিমিটি সেন্সর এবং ভার্চুয়াল জাইরোস্কোপ মোটর। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির পরিমাপ ১৬৩.৭৪ × ৭৫.৪৩ × ৮.০৯ মিলিমিটার এবং ওজন ১৮৬ গ্রাম। জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং সহ এসেছে।

Vivo Y17s-এর মূল্য, উপলব্ধতা

Vivo Y17s ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ একটিমাত্র ভ্যারিয়েন্টে সিঙ্গাপুরের বাজারে আত্মপ্রকাশ করেছে, যার দাম রাখা হয়েছে ১৯৯ সিঙ্গাপুর ডলার (প্রায় ১২,১৫০ টাকা)। এটি গ্লিটার পার্পল এবং ফরেস্ট গ্রীনের মতো দুই আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। ভিভো একই বা ভিন্ন নামের ভারতে Vivo Y17s শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News