প্রিমিয়াম ফোনের ফিচার নিয়ে আসছে Vivo Y200 5G, লঞ্চের আগেই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

Update: 2023-10-16 09:28 GMT

ভিভো অক্টোবরের শেষের দিকে ভারতে Vivo Y200 5G লঞ্চ করতে চলেছে বলে খবর৷ এখনও পর্যন্ত ফাঁস হওয়া সমস্ত তথ্য নির্দেশ করে যে, স্মার্টফোনটির পিছনে দুটি বড় ক্যামেরা কাটআউট সহ Vivo Y সিরিজের আগের মডেলগুলির মতোই ডিজাইন দেখা যাবে। বাজারে পা রাখার আগে এবার Vivo Y200 5G-এর ক্যামেরা এবং কালার অপশন সম্পর্কিত নতুন বিবরণ সামনে এসেছে।

Vivo Y200 5G-এর নতুন রেন্ডার ফাঁস

৯১ মোবাইলস-এর রিপোর্টে অনুযায়ী, ভিভো ওয়াই২০০ ৫জি দুটি কালার অপশনে আসবে - ডেজার্ট গোল্ড এবং জঙ্গল গ্রিন। দ্যটেকআউটলুক পূর্বে এই খবর ফাঁস করলেও, নতুন এইচডি রেন্ডারে ডিভাইসটির পিছনে এলইডি ফ্ল্যাশ এবং অরা লাইটের সাথে যুক্ত দুটি ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। যেমনটা ভিভো ভি২৭ এবং ভি২৯-এর মতো ভিভোর প্রিমিয়াম মিড-রেঞ্জার হ্যান্ডসেটগুলিতে দেখা যায়।

রেন্ডারগুলি আরও প্রকাশ করেছে যে, ভিভো ওয়াই২০০ ৫জি-এর ওপরে ও দু'ধারে স্লিম বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে এবং স্ক্রিনের ওপরের কেন্দ্রে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। ফোনের নীচের বেজেলটি অবশ্য বেশ চওড়া। ভিভো ওয়াই২০০ ৫জি ভারতে ২৪,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হবে বলে জানা গেছে।

Vivo Y200 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo Y200 5G স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসতে পারে, যা স্লিম ৭.৬৯ মিলিমিটারের ফ্রেমে আবদ্ধ থাকবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং একটি স্মার্ট অরা এলইডি লাইট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, Vivo Y200 5G-তে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর ব্যবহৃত হবে, যা ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, তবে ভিভোর এই মিড-রেঞ্জের ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200 5G-তে শক্তিশালী ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News