Vivo Y22 মাত্র ১২ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে
ভিয়েতনামে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে Vivo-র বহু প্রতীক্ষিত হ্যান্ডসেট Vivo Y22s। তবে শোনো যাচ্ছে Vivo এই সিরিজের আরও একটি ফোনের উপর কাজ করছে। Vivo Y22 নামের এই ফোনটি চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটিকে সম্প্রতি Geekbench-এর মত বেঞ্চমার্ক প্ল্যাটফর্মেও দেখা যায়। আজ আবার জনপ্রিয় এক পাবলিকেশন থেকে Vivo Y22 ফোনের দাম সহ স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে।
ভিভো ওয়াই২২ এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Y22 Expected Specifications)
টেক পাবলিকেশন মাইস্মার্টপ্রাইস, টিপস্টার পারশ গুলানির সাথে হাত মিলিয়ে জানিয়েছে, ভিভো ওয়াই২২ হ্যান্ডসেটটিতে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। আবার এতে উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। এটি মূলত দুটি রঙে উপলব্ধ হবে - স্টারলাইট ব্লু এবং গ্রিন। গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, ভিভো ওয়াই২২ অ্যান্ড্রোয়েড ১২ বেসড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে এবং এতে মাইক্রো এসডি স্লট থাকবে বলে মনে করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y22 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও এটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে, যদিও এর ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোন তথ্য এখনো সামনে আসেনি।
ভিভো ভি২২ এর সম্ভাব্য দাম (Vivo Y22 Expected Price in India)
রিপোর্ট অনুযায়ী, Vivo Y22-এর দাম প্রায় ১২ হাজার টাকার (১৫০ ইউরো) কাছাকাছি রাখা হতে পারে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই এই স্মার্টফোনটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে পারে।