স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ও 8 জিবি র‍্যাম নিয়ে আসছে Vivo Y36, সাপোর্ট করবে 44W চার্জিং

Update: 2023-04-26 14:03 GMT

ভিভো (Vivo) তাদের Y-সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন বিশ্বের একাধিক দেশে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই হ্যান্ডসেটটি Vivo Y36 4G নামে আত্মপ্রকাশ করতে পারে। আশা করা যায় ফোনটি ভারতেও লঞ্চ হবে। বাজারে আসার আগে এখন ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। যা এর পারফরম্যান্স, র‍্যাম ক্যাপাসিটি ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্যগুলি সামনে এনেছে।

Vivo Y36 4G-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

ভিভো ওয়াই৩৬ ৪জি V2247 মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই ৪জি অক্টা-কোর চিপসেটের চারটি কোরের ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং বাকি চারটি কোর ১.৯ গিগাহার্টজে রান করে। এটি গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত।

যদিও, গিকবেঞ্চে তালিকাভুক্ত ভ্যারিয়েন্টটিতে ৮ জিবি র‍্যাম রয়েছে, তবে ভিভো ওয়াই৩৬ ৪জি-এর আরও বিকল্প বাজারে আসতে পারে। এছাড়াও আশা করা হচ্ছে, ফোনটিতে অন্তত ১২৮ জিবি স্টোরেজ থাকবে। ওয়াই৩৬ ৪জি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে এবং বাজারের ওপর নির্ভর করে এতে অরিজিন ওএস ৩ (Origin OS 3) বা ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) ইউআই থাকবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ভিভো ওয়াই৩৬ ৪জি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৪১০ এবং ১,৩৪৩ পয়েন্ট স্কোর করেছে। এগুলি ছাড়া, বেঞ্চমার্ক তালিকাটিতে ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

তবে, ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে Vivo Y36 4G-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফাঁস হয়েছে। যেমন এতে লম্বা ৬.৮ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। যদিও, রিয়ার ক্যামেরা সেটআপের বাকি সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখযোগ্যভাবে, এর আগে Vivo Y36 4G-তে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরটি রয়েছে বলে জানা গিয়েছিল। তবে, এখন গিকবেঞ্চ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Y36 4G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News