Vivo Y75s এই পুজোতে বাজেট রেঞ্জে বাজারে আসছে, পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

Update: 2022-08-31 10:13 GMT

জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভো (Vivo) ইতিমধ্যেই বাজেট স্মার্টফোন মার্কেটে তাদের Y-সিরিজের বেশ কয়েকটি নতুন ডিভাইস লঞ্চ করেছে৷ সম্প্রতি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Vivo Y35 এবং Vivo Y16 4G হ্যান্ডসেট দুটি। আর এখন, Vivo Y75s নামে একটি নতুন ফোনকে ৩সি (3C), টেনা (TENAA) এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটগুলিতে খুঁজে পাওয়া গেছে, যা এই ভিভো হ্যান্ডসেটটির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে৷ চলুন ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।

Vivo Y75s পেল একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন

মাইস্মার্টপ্রাইস-এর একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, ভিভো ওয়াই৭৫এস নামের একটি নতুন ওয়াই-সিরিজের স্মার্টফোন V2069BA মডেল নম্বর সহ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (CCC), টেনা (TENAA) এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এর মতো একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। ৩সি তালিকাটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

এদিকে, ভিভো ওয়াই৭৫এস-এর টেনা তালিকাটি নিশ্চিত করেছে যে, এর ব্যাক প্যানেলে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে। হ্যান্ডসেটটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যার মধ্যে দুটি বৃত্তাকার এবং একটি বর্গাকার ক্যামেরা কাট-আউট অন্তর্ভুক্ত থাকবে। আর ডিভাইসটির সামনে ওয়াটারড্রপ-নচ ডিসপ্লে দেখা যাবে। এছাড়া, ভিভো ওয়াই৭৫এস-কে একটি ৫জি ফোন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা এন১, এন২৮, এন৪১, এন৭৮-এর মতো একাধিক ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। এছাড়া, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে। ডিভাইসের নামটি নির্দেশ করছে যে, এটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৭৫ ৫জি-এর একটি আপগ্রেড সংস্করণ হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, Vivo Y75 5G-এ ফুল-এইচডি+ (১,০৮০x ২,৪০০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি নচ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত যা, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

আবার ফটোগ্রাফির জন্য, Vivo Y75 5G ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ট্রিপল ক্যামেরা সিস্টেম সহ এসেছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য,Y75 5G-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News