Xiaomi 12T Pro হল সংস্থার প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ই-সিম সাপোর্ট সহ আসা স্মার্টফোন
এই বর্তমান প্রযুক্তির অগ্রগতির যুগে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীরাই নিজস্ব ডিভাইসে অত্যাধুনিক প্রযুক্তিগুলি ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেছেন। এক্ষেত্রে নাম নিতেই হয় ই-সিম (eSIM) ফাংশনালিটির। যদিও ই-সিম এখন আর খুব একটা নতুন কিছু নয়। বর্তমানে বেশকিছু ডিভাইসে এই প্রযুক্তিটি সাপোর্ট করে। আর ই-সিম ফাংশনালিটি দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে ওঠার কারণে, স্মার্টফোন নির্মাতারা ইলেকট্রনিক সিম কার্ডের সাথে ফিজিক্যাল সিম কার্ড প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে বলেও জানা গেছে। যদিও, তা হতে এখনও বেশকিছু সময় আছে। কারণ বেশিরভাগ স্মার্টফোনেই ই-সিম সাপোর্ট করে না, এমনকি একটি স্ট্যান্ডার্ড সিম কার্ডের সাথেও নয়। জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি (Xiaomi)-এর স্মার্টফোন লাইনআপও এর ব্যতিক্রম ছিল না। তবে, সম্প্রতি কোম্পানিটি তাদের লেটেস্ট Xiaomi 12T Pro হ্যান্ডসেটটির মাধ্যমে এটি সংশোধন করেছে।
Xiaomi 12T Pro এসেছে কোম্পানির প্রথম বিশ্বব্যাপী eSim সাপোর্ট যুক্ত স্মার্টফোন হিসেবে
শাওমি ১২টি প্রো গত ৪ অক্টোবর বিশ্ববাজারে উন্মোচিত হয়েছে এবং এটিই কোম্পানির প্রথম গ্লোবাল মার্কেটে লঞ্চ করা স্মার্টফোন, যা ই-সিম কার্যকারিতা অফার করে। তবে, এটি সীমিত সংখ্যক ক্যারিয়ার দ্বারা সমর্থিত এবং পরিষেবাটির উপলব্ধতা দেশ/অঞ্চল এবং ক্যারিয়ারের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
প্রসঙ্গত, শাওমি ১২টি প্রো ডুয়েল সিম কার্ড কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল - ন্যানো সিম + ইসিম এবং ন্যানো সিম + ন্যানো সিম। বর্তমানে, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান এবং মালয়েশিয়ার মতো দেশে বসবাসকারী ব্যবহারকারীরা ই-সিম ব্যবহার করতে পারেন। এছাড়া, ই-সিম কার্যকারিতা রেডমি নোট ১০টি-তেও উপলব্ধ কিন্তু তা শুধুমাত্র জাপানের গ্রাহকরাই ব্যবহার করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন শাওমি ১২ লাইট এনই স্মার্টফোনেও এই ফিচারটি সাপোর্ট করবে।
জানিয়ে রাখি, Xiaomi 12T Pro ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ২,৭১২×১,২২০ পিক্সেলের রেজোলিউশন এবং সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
আবার ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 12T Pro-এর রিয়ার প্যানেলে নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও উপস্থিত রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, 12T Pro-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে এবং এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।