Xiaomi 12T Pro আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, ফাঁস Redmi Pad এর ছবি

Update: 2022-09-02 12:42 GMT

শাওমি শীঘ্রই বিশ্ববাজারে গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 12 সিরিজের নয়া সংযোজন হিসেবে Xiaomi 12T লাইনআপটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Xiaomi 12T এবং 12T Pro 5G নামে দুটি প্রিমিয়াম স্মার্টফোন সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানি এখনও ফোনগুলির লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ইতিমধ্যেই Xiaomi 12T Pro মডেলটিকে গুগল প্লে কনসোল (Google Play Console) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর মতো একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। অন্যদিকে, শাওমির জনপ্রিয় সাব-ব্রান্ড রেডমি (Redmi) চীনের বাজারে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আসন্ন এই ট্যাবটি Redmi Pad নামে শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। আর এখন লঞ্চের আগে, এক পরিচিত টিপস্টার Xiaomi 12T Pro এবং Redmi Pad-এর রেন্ডার ফাঁস করেছেন, যা উভয় ডিভাইসেরই ফার্স্ট লুকটি সামনে এনেছে। চলুন এই নতুন দুটি ডিভাইসের ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া।

প্রকাশ্যে এল Xiaomi 12T Pro এবং Redmi Pad-এর রেন্ডার

টিপস্টার অভিষেক যাদব তার সাম্প্রতিক টুইটে নতুন শাওমি ১২টি প্রো স্মার্টফোন এবং রেডমি প্যাড ট্যাবলেটের রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডারগুলি ডিভাইস দুটির ব্যাক প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে। ছবিতে শাওমি ১২টি প্রো-কে ব্ল্যাক কালার অপশনে দেখানো হয়েছে। এই ইমেজটি আমাদের ডিভাইসের ক্যামেরাগুলির 'ফার্স্ট লুকটি'-ও দেখায়। রেন্ডার অনুযায়ী, ১২টি প্রো ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এছাড়াও, ছবিটি প্রকাশ করেছে যে, আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকবে। অন্যদিকে, রেডমি প্যাড ট্যাবটিকে ছবিতে গ্রে কালার অপশনে দেখানো হয়েছে এবং ডিভাইসটি একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর সহ আসবে বলে জানা গেছে।

https://twitter.com/yabhishekhd/status/1565354757375401985

শাওমি ১২টি প্রো এবং রেডমি প্যাড-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi 12T Pro and Redmi Pad Expected Specifications)

গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকা থেকে জানা গেছে যে, শাওমি ১২টি প্রো ১,২২০ x ২,৭১২ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন যুক্ত ডিসপ্লের সাথে আসবে। এই স্ক্রিনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি ভিশন সাপোর্ট এবং ফ্রন্ট ক্যামেরার জন্য একটি কেন্দ্রীয়ভাবে স্থাপিত পাঞ্চ-হোল কাটআউট থাকবে। শাওমি ১২টি প্রো অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ সহ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

আবার ফটোগ্রাফির জন্য, Xiaomi 12T Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি১ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফি তোলা ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে, Redmi Pad-এ ২,০০০x ১,২০০ পিক্সেল রেজোলিউশনের সাথে ১০.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই বাজেট অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি ৭,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করতে পারে।

Tags:    

Similar News