নতুন আইফোনের মতো ডিজাইন সহ আগমন ঘটছে Xiaomi 13 ও Xiaomi 13 Pro এর
Xiaomi নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13 লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েকমাস ধরে এই লাইনআপের Xiaomi 13 এবং Xiaomi 13 Pro ফোন দুটির ডিজাইন সহ ফিচার সামনে আসছে। এখন আবার টিপস্টার OnLeaks, এই দুই মডেলের একটি 'কম্পিউটার-এইডেড ডিজাইন' (CAD) রেন্ডার প্রকাশ্যে এনেছেন। যার দৌলতে আমরা Xiaomi 13 ও Xiaomi 13 Pro এর সম্পূর্ণ ডিজাইন লঞ্চের আগে চাক্ষুষ করতে পেরেছি। একই সাথে টিপস্টার এদের ডিসপ্লে সাইজ ও প্রসেসর সম্পর্কে জানিয়েছে।
লঞ্চের আগেই প্রকাশ্যে এসে গেল Xiaomi 13 এবং 13 Pro স্মার্টফোনের CAD রেন্ডার
Zoutons এবং Compare Dial -এর সাথে হাত মিলিয়ে লিকস্টার OnLeaks (স্টিভ হেমারস্টোফার) সম্প্রতি শাওমি ১৩ সিরিজের একটি ক্যাড রেন্ডার শেয়ার করেছেন। এই রেন্ডার অনুযায়ী - উক্ত ফ্ল্যাগশিপ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল, শাওমি ১৩ (Xiaomi 13) -এ একটি ফ্লাট AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যার উপরিভাগে মাঝবরাবর পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। এই ডিভাইসটি ফ্ল্যাট এজ ডিজাইন সহ আসবে। ফোনটিকে দেখতে অনেকটাই iPhone 14 Pro এর মতো। অন্যদিকে, শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোনে থাকবে কার্ভড এজ সহ একটি AMOLED ডিসপ্লে।
আসন্ন শাওমি ১৩ এবং ১৩ প্রো মডেল দুটির বডির উপরের প্রান্তে চারটি ডট রয়েছে। যার মধ্যে একটি মাইক্রোফোন এবং একটি IR ব্লাস্টার বলেই মনে হচ্ছে৷ উভয় ডিভাইসেরই নীচের প্রান্তে - একটি সিম স্লট, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল বিদ্যমান থাকছে৷ আর উক্ত ফোন-দ্বয়ের ডান দিকে একটি ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন অবস্থান করবে৷ যদিও বাম প্রান্তে কিন্তু কিছুই দেখা যায়নি।
Xiaomi 13 এবং 13 Pro উভয় মডেলেরই রিয়ার প্যানেল রয়েছে একটি সুস্পষ্ট ক্যামেরা বাম্প। এক্ষেত্রে, উক্ত ডিভাইস দুটির পেছনে থাকা এই ক্যামেরা মডিউলে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল সেন্সর ইউনিট দেখা গেছে। যদিও টিপস্টার দ্বারা শেয়ার করা রেন্ডারে ক্যামেরাগুলির রেজোলিউশন বা ফিচার সম্পর্কে কিছুই উল্লেখ নেই। তবে পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে - সিরিজের 'প্রো' মডেলটি ১-ইঞ্চি Sony IMX989 ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সজ্জিত হয়ে আসবে। যদিও এই খবর সত্যি নাকি শুধুই গুজব তা আমরা এখনই নিশ্চিত ভাবে বলছে পারছি না।
যাইহোক শাওমি ১৩ হবে একটি কমপ্যাক্ট ডিজাইনের ফ্ল্যাগশিপ ফোন, যার পরিমাপ হবে সম্ভবত ১৫২.৮x৭১.৫x৮.৩ মিমি এবং এটি ৬.২-ইঞ্চির ডিসপ্লে প্যানেল সহ আসবে। অন্যদিকে, শাওমি ১৩ প্রো মডেলের পরিমাপ ১৬৩x৭৪.৬x৮.৮ মিমি হবে এবং এটি প্রায় ৬.৬৫-ইঞ্চি দীর্ঘ ডিসপ্লে প্যানেল অফার করবে। পরিশেষে রেন্ডার অনুসারে, আপকামিং এই সিরিজের উভয় মডেলেই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে।