50 মেগাপিক্সেলের চারটে ক্যামেরা, Xiaomi 13 Ultra-র হাত ধরে মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের আভাস

Update: 2023-04-03 14:20 GMT

শাওমি গত বছরের শেষের দিকে চীনে লেটেস্ট Xiaomi 13 সিরিজটি লঞ্চ করেছে। গত ফেব্রুয়ারিতে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের আগে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেল দুটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে৷ এই লাইনআপে বর্তমানে শুধুমাত্র দুটি প্রিমিয়াম ফোন অন্তর্ভুক্ত থাকলেও, শাওমি শীঘ্রই এই সিরিজের সবচেয়ে দামী মডেল হিসাবে Xiaomi 13 Ultra লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের মে বা জুন মাসে বাজারে লঞ্চ হতে পারে এটি। কোম্পানি এখনও ডিভাইসটির লঞ্চ সম্পর্কে কিছু নিশ্চিত করেনি। তবে, আসন্ন Xiaomi 13 Ultra-কে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার এই আপকামিং ফ্ল্যাগশিপ শাওমি ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলির একটি তালিকা প্রকাশ করছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi 13 Ultra-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন

শাওমি ১৩ আল্ট্রা চলতি বছর লঞ্চ হওয়া কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হবে। লঞ্চের আগেই টিপস্টার যোগেশ ব্রার ফোনটির স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এটি ফ্ল্যাগশিপ গ্রেডের হার্ডওয়্যার অফার করতে চলেছে। লিক অনুযায়ী, এতে কোয়াড এইচডি+ রেজোলিউশন সহ বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিনটির ধারগুলি কার্ভড হতে পারে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকারও সম্ভাবনা রয়েছে।

এলটিপিও ডিসপ্লেটি ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, যা ১ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে রিফ্রেশ হবে। ১৩ আল্ট্রা কোয়ালকমের সাম্প্রতিক ও সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। এই একই চিপসেট সিরিজের অন্য দুই ফোন, স্ট্যান্ডার্ড শাওমি ১৩ ৫জি এবং শাওমি ১৩ প্রো ৫জি-তেও পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13 Ultra-এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং আরও বেশি জুম রেঞ্জ অফার করা আরেকটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

আশা করা যায়, Xiaomi 13 Ultra-এর ক্যামেরা সিস্টেমটি বিখ্যাত জার্মান ক্যামেরা লেন্স প্রস্তুতকারী সংস্থা লাইকা (Leica) দ্বারা টিউন করা হবে। এই প্রিমিয়াম শাওমি হ্যান্ডসেটটি বিভিন্ন পোর্ট্রেট মোডের সাথে লাইকা ফটোগ্রাফি স্টাইলও অফার করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 Ultra বড় ৪,৯০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা 13 Pro-এর ১২০ ওয়াট চার্জিং সাপোর্টের চেয়ে ধীর। যদিও, এটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও অফার করবে বলে জানা গেছে।

যোগেশ ব্রার আরও জানিয়েছেন যে Xiaomi 13 Ultra মডেলটি ১ টেরাবাইট স্মার্টফোন ক্লাবে যোগ নাও দিতে পারে। এটি খুব সম্ভবত ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। ফোনটির বেস মডেলে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। আর এর শীর্ষ-স্তরের স্টোরেজ বিকল্পটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করবে। পরিশেষে, ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে, যার ওপর এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

Tags:    

Similar News