ক্যামেরা টু প্রসেসর, ফাঁস হল Xiaomi 13T ও 13T Pro-র একাধিক ফিচার্স, দামও প্রকাশ্যে

Update: 2023-06-27 11:46 GMT

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন হিসাবে Xiaomi 13T সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi 13T এবং Xiaomi 13T Pro এ বছরের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারের লঞ্চ হতে পারে। এই মডেল দুটি গত বছরের Xiaomi 12T এবং Xiaomi 12T Pro-এর আপগ্রেড ভার্সন হবে। এই ফোনগুলি গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, Xiaomi 13T এ বছর তার আগেই আত্মপ্রকাশ করবে।

Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার স্নুপি টেক টুইটারে দাবি করেছেন যে, শাওমি ১৩টি এবং ১৩টি প্রো-তে ক্রিস্টালরেস (CrystalRes) অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নির্দিষ্ট করে প্রসেসরের নাম উল্লেখের বদলে টিপস্টারের দাবি, শাওমি ১৩টি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত ফ্ল্যাগশিপ চিপ দ্বারা চালিত হবে। যেখানে শাওমি ১৩টি প্রো-এ থাকবে একটি উন্নততর ৪ ন্যানোমিটারের প্রসেসর।

জল্পনা চলছে যে, শাওমি ১৩টি প্রো মডেলটি আসন্ন রেডমি কে৬০ আল্ট্রার মডিফায়েড ভার্সন হিসাবে বাজারে আসবে। রেডমির কে-সিরিজের ফোনটি সম্ভবত জুলাই মাসে চীনে আত্মপ্রকাশ করবে। এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। তাই, ১৩টি প্রো-তেও একই চিপ থাকতে পারে। টিপস্টার আরও দাবি করেছেন যে, Xiaomi 13T মডেলটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে, যেখানে Pro সংস্করণটি ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। উভয় মডেলই মিউ ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেস থাকবে৷

এছাড়া, Xiaomi 13T সিরিজের দুই ফোনেই লাইকা (Leica) দ্বারা অপ্টিমাইজ করা ক্যামেরা সেটআপ থাকবে। তবে বিস্তারিত ক্যামেরা স্পেসিফিকেশন এখনও পাওয়া যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য, 13T এবং 13T Pro যথাক্রমে ৬৭ ওয়াট এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। দুটি হ্যান্ডসেটেই ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

Xiaomi 13T এবং 13T Pro মূল্য (সম্ভাব্য)

টিপস্টার জানিয়েছেন যে, গ্লোবাল মার্কেটে Xiaomi 13T-এর দাম হবে ৫৯৯ ইউরো (প্রায় ৬২,৫০০ টাকা) এবং এটি ব্ল্যাক কালার অপশনে আসবে। অন্যদিকে, 13T Pro মিডো গ্রীন কালার শেডে পাওয়া যাবে এবং এর দাম রাখা হবে ৭৯৯ ইউরো (প্রায় ৮৩,৩৬০ টাকা)। আশা করা হচ্ছে 13T সিরিজ আগামী ১ সেপ্টেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হবে।

Tags:    

Similar News