Xiaomi-র নয়া ফোনের ক্যামেরা অবাক করবে, 16 জিবি র্যামের সঙ্গে থাকবে 120W চার্জিং
শাওমি শীঘ্রই গ্লোবাল মার্কেটে Xiaomi 13T সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড 13T এবং 13T Pro - এই দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই আসন্ন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি সদ্য চীনে লঞ্চ হওয়া Redmi K60 Ultra-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাবে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ এটি প্রায় একই স্পেসিফিকেশন অফার করবে। কিন্তু, বর্তমানে শোনা যাচ্ছে যে কোম্পানিটি স্ট্যান্ডার্ড Xiaomi 13T-এর দুটি ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। আর এখন বিখ্যাত এক টিপস্টার দাবি করেছেন যে, Xiaomi 13T লাইকা (Leica)-ব্র্যান্ডেড সংস্করণ এবং একটি স্ট্যান্ডার্ড সংস্করণে লঞ্চ করা হবে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Xiaomi 13T আসবে দুটি ভিন্ন সংস্করণে
টিপস্টার সুধাংশু আম্ভোরে তার একটি টুইটে দাবি করেছেন যে, নতুন শাওমি ১৩টি ফোনটি দুটি পৃথক ক্যামেরা-কেন্দ্রিক সংস্করণে পাওয়া যাবে। তবে, এর মধ্যে নতুন লাইকা-ব্র্যান্ডেড সংস্করণটি ইউরোপ সহ কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। এই মুহূর্তে এই মডেলগুলির সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই, তবে আশা করা যায় শুধুমাত্র লাইকা ব্র্যান্ডিং ছাড়া উভয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে আর কোনও তফাৎ থাকবেনা। একটি নতুন রেন্ডারে সামান্য ভিন্ন লাইকা-ব্র্যান্ডেড ক্যামেরা মডিউলও দেখা গেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, শাওমি ১৩টি রেডমি কে৬০ আল্ট্রা-এর গ্লোবাল সংস্করণ হবে। তবে, এর সামগ্রিক ক্যামেরা সেটআপে কে৬০ আল্ট্রা-এর তুলনায় উন্নত সেন্সর থাকবে।
Xiaomi 13T-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, শাওমি ১৩টি ব্ল্যাক এবং মিন্ট কালার অপশনে লঞ্চ হবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২২০×২,৭১২ পিক্সেলের রেজোলিউশন সহ একই ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে আসবে বলে জানা গেছে। এটি সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে মিলিত হবে।
অন্যদিকে, Xiaomi 13T MediaTek Dimensity 8200 Ultra চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে। তবে এতে কোন মাইক্রোএসডি স্লট বা ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে না। ফোনটির ক্যামেরার স্পেসিফিকেশন Redmi K60 Ultra-এর মতোই হবে বলে আশা করা হচ্ছে, তবে নতুন দাবি অনুযায়ী, এতে আরও এনহ্যান্সমেন্ট করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13T-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি একটি আইপি৬৮ (IP68)-রেটেড ডিভাইস হবে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধের ক্ষেত্রে এটি কার্যকরী সুরক্ষা প্রদান করবে। উল্লেখ্য, Xiaomi 13T যুক্তরাজ্যে ৫৪৯ পাউন্ড (প্রায় ৫৭,৪০০ টাকা) খুচরো মূল্যে বিক্রি হতে পারে। আর Xiaomi 13T Pro-এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হতে পারে ৬৯৯ পাউন্ড (প্রায় ৭৩,১০০ টাকা)।