অফিশিয়াল লঞ্চের কয়েক ঘন্টা আগেই ফাঁস হয়ে গেল Xiaomi 14 ও Xiaomi 14 Pro-এর দাম
Xiaomi 14 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজের উচ্চতর 'Pro' মডেল সম্পর্কে কোম্পানি বিশেষ কিছু না জানালেও, স্ট্যান্ডার্ড মডেলের প্রচুর অফিসিয়াল ছবি প্রকাশ্যে এসেছে। আনুষ্ঠানিক লঞ্চের কয়েক ঘণ্টা আগে, এক জনপ্রিয় টিপস্টার এখন Xiaomi 14-এর কয়েকটি লাইভ শট শেয়ার করেছেন। এছাড়াও, তিনি পারফরম্যান্সের ধারণা দিতে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক লিস্টিংয়ের স্ক্রিনশটও প্রকাশ করেছেন। এর পাশাপাশি, আরেকটি সূত্র মারফৎ Xiaomi 14 এবং Xiaomi 14 Pro-এর দাম সামনে এসেছে।
ফাঁস হল Xiaomi 14-এর AnTuTu লিস্টিং
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কোয়ালকমের নতুন ও সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত শাওমি ১৪ ফোনটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে ১৯,৯২,৩৭৮ স্কোর করেছে, যা একই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর দ্বারা চালিত ডিভাইসের থেকে সামান্য কম। জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৯৩০০ ডিভাইসটি সম্প্রতি ২০,৫৫,০৮৪-এর সর্বোচ্চ আনটুটু স্কোর অর্জন করেছে।
তবে, শাওমি ১৪-এর আনটুটু স্কোর কোয়ালকমের অফিসিয়াল দাবিকে সমর্থন করে না, যা বলেছিল যে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ আনটুটু বেঞ্চমার্কে সর্বোচ্চ ২১,৩৯,২৮১ স্কোরে পৌঁছতে পারে। আনটুটু-এর সিপিইউ টেস্টে শাওমি ১৪ মডেলটি ৪,২৪,৫৪১ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া জিপিইউ, মেমরি এবং ইউএক্স টেস্টে, এটি যথাক্রমে ৮,৫৫,৭৭৪, ৩,৯১,৪৩৪ এবং ৩,২০,৬৩৮ পয়েন্ট স্কোর করেছে।
শাওমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, Xiaomi 14-এ ৬.৩৬ ইঞ্চির হুয়াক্সিং সি৮ ওলেড (Huaxing C8 OLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কোম্পানির সেল্ফ-ডেভেলপ করা নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করবে।
অন্যদিকে, টিপস্টার ইশান আগরওয়াল দাবি করেছেন, Xiaomi 14 সিরিজ সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে। এরসাথেই তিনি বলেন যে, শাওমি ১৪-এর বেস ভ্যারিয়েন্টের (৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ) দাম হবে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,২৫০ টাকা), যেখানে Xiaomi 14 Pro-এর বেস মডেলের (১২ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ) দাম হবে ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬১,৮৭০ টাকা)। Xiaomi 14 মডেলটি হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক এবং গ্রীন - এর মতো একাধিক শেডে পাওয়া যাবে, যেখানে 14 Pro-কে হোয়াইট, ব্ল্যাক এবং গ্রীন কালারে বেছে নেওয়া যাবে।