দেখলেই পছন্দ হয়ে যাবে, নতুন ধরনের ডিজাইনে ফোন আনতে চলেছে Xiaomi
শাওমি ১৪ সিভি ফোনের বিশেষ সংস্করণ বাজারে আনতে চলেছে সংস্থা। এগুলি সম্ভবত চীনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ প্রো মডেলের নতুন কাস্টম কালার অপশনগুলির মতো হবে।
শাওমি গত মাসে ভারতে শাওমি ১৪ সিভি ফোনটি লঞ্চ করেছে। এটি শাওমি সিভি ৪ প্রো ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ, যা চীনা বাজারে উপলব্ধ। দুটি হ্যান্ডসেটেরই ডিজাইন এবং স্পেসিফিকেশন এক। চীনে শাওমি একটি ডুয়েল কালার থিম সহ শাওমি সিভি ৪ প্রো মডেলের নতুন কাস্টম কালার অপশন লঞ্চ করেছে। এই নতুন বিশেষ সংস্করণের ডিভাইসগুলি এখন ভারতেও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।
এদেশে আসছে শাওমি ১৪ সিভি ফোনের নতুন কালার অপশন
শাওমি ইন্ডিয়া সম্প্রতি টুইটারে একটি টিজার ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বোঝা যাবে এতে শাওমি সিভি ৪ প্রো ফোনের স্পেশাল এডিশনের ব্যবহৃত কাস্টম কালরের মতো একটি থিম রয়েছে।
শাওমির এই ডুয়েল কালার ডিজাইনে রয়েছে ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং গ্রে শেড। এই বিশেষ সংস্করণের কিছু অংশ ভিগান বা কৃত্রিম চামড়া দিয়ে তৈরি। যদিও শাওমি ইন্ডিয়া আসন্ন শাওমি ১৪ সিভি ফোনে ডুয়েল কালার অপশন থাকবে কিনা তা নিশ্চিত করেনি, তবে টিজারটি ইঙ্গিত দেয় যে কোম্পানি এদেশেও ফোনটির নতুন কালার অপশন আনতে চলেছে।