নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর লঞ্চের দিনই বড় ঘোষণা, Xiaomi 14 ফোনে থাকবে এই দুর্দান্ত ডিসপ্লে, সামনে এল ডিজাইন
Qualcomm কিছু মুহূর্তে আগে Snapdragon 8 Gen 3 প্রসেসর লঞ্চ করেছে। এই ইভেন্টেই Xiaomi গ্রুপের প্রেসিডেন্ট লু উইবিং তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 14 সিরিজের ডিজাইন সামনে এনেছেন। পাশাপাশি ব্র্যান্ডটি বেস মডেলের স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানিয়ে রাখি যে, Xiaomi 14 সিরিজে নয়া এই প্রসেসর থাকবে।
Xiaomi 14 সিরিজের কালার ও ডিজাইন
শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো একই ডিজাইন অফার করবে বলে জানা গেছে। এই সিরিজে কার্ডভ এজ স্ক্রিনের পরিবর্তে ফ্লাট ডিসপ্লে থাকবে। আর পিছনে গ্লাস এজ ডিজাইন দেখা যাবে।
শাওমি ১৪ মোট চারটি কালারে পাওয়া যাবে - ব্ল্যাক, হোয়াইট, গ্রিন ও পিঙ্ক। প্রো মডেলটি তিনটি রঙে আসবে, অর্থাৎ পিঙ্ক কালারে এই ডিভাইসটি পাওয়া যাবে না।
Xiaomi 14 এর ডিসপ্লে স্পেসিফিকেশন
জানা গেছে যে, Xiaomi 14 ফোনে Huaxing C8 ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে শাওমি ও টিসিএল মিলে তৈরি করেছে। এই ডিসপ্লের সাইজ হবে ৬.৩৬ ইঞ্চি, যা ১.৫কে রেজোলিউশন ও ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এটি ৩০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে।