স্মার্টফোনে আসতে চলেছে বিপ্লব, শত শত AI ফিচার্সের পরীক্ষা আরম্ভ করে দিল Xiaomi
Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট-চালিত Xiaomi 14 হল অন্যতম প্রথম স্মার্টফোন, যা অন-ডিভাইস জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এনেবল করে। এটি কোয়ালকমের প্রথম এআই ইঞ্জিনের জন্য সম্ভব হয়েছে, যা মাল্টিমোডাল জেনারেটিভ এআই মডেলগুলি চালাতে পারে৷ এটি স্মার্টফোন নির্মাতাদের একাধিক সহায়ক এআই বৈশিষ্ট্যগুলি তৈরি এবং প্রয়োগ করতে সক্ষম করে, যা ক্লাউড সার্ভারের ওপর নির্ভর না করেই কাজ করতে পারে। ইতিমধ্যেই গুগল (Google)-এর সাথে স্যামসাং (Samsung)-এর জোটের ফলাফল হিসাবে Galaxy S24 সিরিজে অনুরূপ কিছু এআই ফিচারের বাস্তবায়ন দেখা গেছে। এখন শোনা যাচ্ছে যে, শাওমি লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজের জন্য তাদের “AI Treasure Chest” নামের বিশেষ ফিচারের ইন্টারনাল টেস্ট শুরু করেছে।
HyperOS-এ কিছু নতুন AI ফিচার যুক্ত হতে চলেছে
শাওমি এআই ট্রেসার চেস্ট মূলত 'শত শত' এআই ফিচার্সর একটি সংগ্রহ, যা শাওমি 14 সিরিজের ডিভাইসগুলির ইউজার এক্সপেরিয়েন্সকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের নাম “এআই সারপ্রাইজ ওয়ালপেপার”। শাওমি জানিয়েছে যে, তাদের লক্ষ্য হল ইউজারদের বিভিন্ন সমস্যা এবং অ্যাপ্লিকেশন পরিস্থিতি সমাধানে সহায়তা করার জন্য একাধিক এআই প্রযুক্তি ইন্টিগ্রেট করার মাধ্যমে ইউজারদের একটি বিস্তৃত, বুদ্ধিমান, সুবিধাজনক এবং দক্ষ সমাধান প্রদান করা।
শাওমি এআই ট্রেসার চেস্ট-এর অভ্যন্তরীণ পরীক্ষার সময়কাল 18 এপ্রিল থেকে 2 আগস্ট পর্যন্ত। উল্লেখযোগ্যভাবে যখন সংস্থা এই তথ্যটি শেয়ার করেছিল, তখন 78 জন ব্যক্তি রেজিস্টার করেছি ফেলেছিলেন এবং অভ্যন্তরীণ পরীক্ষার জন্য আরও 40,000টি জায়গা ফাঁকা ছিল।
উল্লেখ্য, বৈশিষ্ট্যটির ডেভেলপমেন্টের সাথে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন যে, শীর্ষ 100টি "এআই ট্রেজার চেস্ট" ফিচারগুলির মধ্যে একটি শীঘ্রই প্রকাশ করা হবে, যা সম্ভবত পূর্বে উল্লিখিত এআই-চালিত সারপ্রাইজ ওয়ালপেপার ফিচার। আগেই উল্লেখ করা হয়েছে, ডেভেলপমেন্টটি Xiaomi 14 সিরিজে একগুচ্ছ প্রোডাক্টিভিটি টুল এবং ক্রিয়েটিভ ফিচার অফার করবে৷ ইন্টারনাল পরীক্ষায় অংশগ্রহণকারী Xiaomi 14 সিরিজের ব্যবহারকারীদের কোম্পানির অফিসিয়াল ফিডব্যাক চ্যানেলের মাধ্যমে ফিচার সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করা হচ্ছে।