চার চারটে 50 মেগাপিক্সেল ক্যামেরা, Xiaomi 14 Ultra দুর্দান্ত ক্যামেরা ও স্যাটেলাইট ফিচার সহ আসছে, ছবি ফাঁস
Xiaomi গত অক্টোবরে Xiaomi 14 ও Xiaomi 14 Pro স্মার্টফোন লঞ্চ করে। এখন আবার শোনা যাচ্ছে যে, এই সিরিজের আল্ট্রা মডেলও শীঘ্রই বাজারে আসবে। যদিও শাওমির তরফে এখনও এই ডিভাইস সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে আজ Xiaomi 14 Ultra মডেলের হ্যান্ডস অন ইমেজ সামনে এসেছে।
এই ছবিগুলি ফোনটি টেস্ট করার সময় নেওয়া হয়েছে। যেকারণে এতে প্রোটেক্টিভ কেস লাগানো আছে। আবার শাওমি ১৪ আল্ট্রা মডেলে পেরিস্কোপ ক্যামেরা লেন্স থাকবে বলে জানা গেছে।
এর আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা ফোনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।
এছাড়া জানা গেছে, Xiaomi 14 Ultra মডেলে টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হবে, যেখানে প্রো মডেলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছিল। এদিকে আল্ট্রা হ্যান্ডসেটে টু ওয়ে স্যাটেলাইট কমিউনিকেশন ও ৫১৮০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।