Leica ক্যামেরার সাথে বাজার মাতাবে Xiaomi 14T Pro, ফাঁস ছবি সহ বিশেষত্ব
চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে Xiaomi 14T Pro। এটি Xiaomi 13T Pro এর উত্তরসূরি হিসেবে আসছে। ইতিমধ্যেই এই ডিভাইসটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে ও এনবিটিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে এর বিভিন্ন তথ্য উঠে এসেছে। এখন আবার Xiaomi 14T Pro এর রেন্ডার প্রকাশ করেছে PassionateGeekz। এই রেন্ডার থেকে ফোনটির সম্পূর্ণ ডিজাইন সামনে এসেছে।
Xiaomi 14T Pro এর রেন্ডার ফাঁস হল
রেন্ডার থেকে জানা গেছে যে, শাওমি 14টি প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। উল্লেখ্য 13টি প্রো মডেলেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ছিল। তবে ক্যামেরা মডিউলের ডিজাইন ভিন্ন অর্থাৎ বর্গাকার করা হয়েছে। ক্যামেরা সেন্সর ও ফ্ল্যাশের মাঝে Leica ব্র্যান্ডিং চোখ এড়াবে না।
সামনের দিকের কথা বললে, শাওমি 14টি প্রো আগের মতোই ডিসপ্লে ডিজাইন সহ আসবে। তবে বেজেল হালকা কমানো হয়েছে। আর পূর্বসূরির মতো একই জায়গায় ব্যাক প্যানেলে শাওমি ব্র্যান্ডিং লক্ষ্যণীয়।
আরও পড়ুন: Apple Watch Series 10 সবচেয়ে বড় ডিসপ্লে সহ লঞ্চ হল, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার আগেই জানা যাবে
Xiaomi 14T Pro সম্পর্কে আপাতত কি কি তথ্য জানা গেছে
জানা গেছে Xiaomi 14T Pro এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 649 ইউরো (প্রায় 60,000 টাকা)। আবার ফ্ল্যাগশিপ ফোনটির 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 899 ইউরো (প্রায় 83,000 টাকা)।
আরও পড়ুন: Passport Apply Online: অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করার আগে সাবধান, সতর্ক করল বিদেশ মন্ত্রক
স্পেসিফিকেশনের কথা বললে, Xiaomi 14T Pro স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস প্রসেসর। এর সামনে 6.67 ইঞ্চি 1.5কে রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 4,000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার ডিভাইসটি আইপি68 রেটিং সহ আসবে। ফলে জল ও ধুলো লাগলেও সমস্যা হবে না।