Xiaomi 14T ও Xiaomi MIX Flip ফোনে চলে এল Google Gemini AI এর সুবিধা, সার্চ করার অভিজ্ঞতা বদলে যাবে
এবার Xiaomi স্মার্টফোনে জুড়লো গুগল জেমিনি (Google Gemini)। সর্বপ্রথম সংস্থার Xiaomi 14T সিরিজ ও Xiaomi MIX Flip ফোনে গুগলের এই এআই পরিষেবা পাওয়া যাবে। আবার Xiaomi MIX Flip, Xiaomi 14T ও Xiaomi 14T ডিভাইসগুলিতে গুগলের 'সার্কেল টু সার্চ' ফিচারের সুবিধা মিলবে।
উল্লেখ্য, এই ফোন তিনটি গত ২৬ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর গতকাল অর্থাৎ ৬ অক্টোবর থেকে এগুলির জন্য গুগল জেমিনি এআই ও সার্কেল টু সার্চ ফিচার রোলআউট করা হয়েছে। তাই আপনি যদি এই ডিভাইসগুলির কোনো একটি ব্যবহার করেন এবং এখনও আপডেট না পেয়ে থাকেন তাহলে কয়েকদিন অপেক্ষা করুন।
গুগল সার্কেল টু সার্চ ফিচার কী
গুগল সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা শুধু একটি বৃত্ত করে যেকোনো টেক্সট বা ছবি সম্পর্কে জানাতে চাইতে পারেন। এটি হোম বাটন বা নেভিগেশন পিল চেপে এনাবল করতে হয়। এরপর ব্যবহারকারীরা স্ক্রিনে কোনও ছবি, বস্তু বা টেক্সটের চারপাশে বৃত্ত করে, সেটি সম্পর্কে জানতে পারেন।
Google Gemini AI কী
গুগল জেমিনি হল গুগলের লেটেস্ট এআই অ্যাসিস্ট্যান্ট, যা নির্দেশ অনুযায়ী দ্রুত কোনো কাজ করতে দেয়। Xiaomi ফোনে এই এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত হওয়ায় ভয়েস কল, সার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে আরও ভালো অভিজ্ঞতা লাভ করবে ব্যবহারকারীরা।