Xiaomi CIVI 2 আসছে OLED ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর সহ, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন
তরুণ প্রজন্মের মহিলা গ্রাহকদের উদ্দেশ্যে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি গতবছর Xiaomi CIVI নামে একটি স্মার্টফোন সিরিজ উন্মোচন করে। এই সিরিজের লেটেস্ট মডেলটি হল CIVI 1S, যেটি গত এপ্রিল মাসে উন্নত চিপসেট এবং একটি নতুন কালার ভ্যারিয়েন্ট সহ লাইনআপের প্রথম মডেল Xiaomi CIVI-এর আপগ্রেডেড সংস্করণ হিসাবে লঞ্চ হয়েছে। আবার সাম্প্রতিক কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, শাওমি বর্তমানে পরবর্তী প্রজন্মের Xiaomi CIVI 2-এর ওপর কাজ করছে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার প্রকাশ করেছেন যে, এই আপকামিং শাওমি হ্যান্ডসেটটি চীনের সিএমআইআইটি (CMIIT) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, যা এর আসন্ন লঞ্চেরই ইঙ্গিত দিচ্ছে। চলুন সার্টিফিকেশন সাইটের তালিকাটি থেকে আপকামিং শাওমি ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।
Xiaomi CIVI 2-কে দেখা গেল CMIIT-এর সাইটে
সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বা সিএমআইআইটি (CMIIT)-এর ওয়েবসাইটে শাওমি সিভি ২-কে খুঁজে করেছেন। স্মার্টফোনটি 2209129SC মডেল নম্বর সহ সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি মুকুল শর্মা টুইটারে শেয়ার করেছেন।
প্রসঙ্গত, তালিকাটি নয়া স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু সুস্পষ্ট তথ্যও প্রকাশ করেছে। জানা যাচ্ছে, এতে ৫জি কানেক্টিভিটি এবং ডুয়েল সিম সাপোর্ট থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই (MIUI) কাস্টম স্কিনে রান করবে। আসন্ন শাওমি সিভি ২ স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, সিভি ১ মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি এবং সিভি ১এস আপগ্রেডেড স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসরের সাথে বাজারে এসেছে।
এছাড়াও, শাওমি সিভি ২-এ সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ডলবি ভিশন অফার করবে। এটিতে আবার বিদ্যমান সিভি মডেলগুলির মতো কার্ভড অ্যামোলেড (AMOLED) প্যানেলও থাকতে পারে। নিরাপত্তার জন্য, এই ফোনের ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Xiaomi CIVI 2-এর ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি, তবে এটি উন্নত ক্যামেরা সেটআপ অফার করবে বলেই মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, এপ্রিলে আত্মপ্রকাশ করা Xiaomi CIVI 1S-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে অটোফোকাস এবং ডুয়েল সফট লাইট সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৬ সেলফি ক্যামেরা সেন্সরও বর্তমান।