Xiaomi Civi 3: ডুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে চমৎকার ফোন আনছে শাওমি, মে মাসেই লঞ্চ
শাওমি সম্প্রতি চীনা বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Xiaomi 13 Ultra লঞ্চ করেছে। আর এটি লঞ্চ হতে না হতেই কোম্পানির আরেকটি আকর্ষণীয় হ্যান্ডসেটকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে, শাওমি তাদের মহিলা-কেন্দ্রিক Civi সিরিজের নতুন মডেলের ওপর কাজ করছে, যা Xiaomi Civi 3 নামে বাজারে আসবে। জানিয়ে রাখি, চীনা কোম্পানিটি গত বছর সেপ্টেম্বর মাসে স্টাইলিশ ডিজাইন এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ সহ Civi 2 ফোনটি বাজারে এনেছিল। আর এখন এর উত্তরসূরি মডেলটি চীনের 3C (CCC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন তাহলে Xiaomi Civi 3 সম্পর্কে কি কি নতুন প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।
Xiaomi Civi 3 পেল 3C-এর অনুমোদন
মার্চ মাসে, 23046PNC9C মডেল নম্বর সহ একটি শাওমি হ্যান্ডসেট এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। মনে করা হচ্ছে, এটি কোম্পানির পরবর্তী সিভি-ব্র্যান্ডেড ফোন। তবে নয়া ডিভাইসটি শাওমি সিভি ৩ নামে লঞ্চ হবে, নাকি সিভি ২এস হিসাবে বাজারে পা রাখবে, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কিন্তু, চায়না কম্পালসারি (3C) সার্টিফিকেশন সাইটের তালিকাটি এর চার্জিং ক্ষমতা সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।
শাওমি সিভি ৩-এর ৩সি সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসবে, যার মডেল নম্বর MDY-14-EV। এটি ছাড়া, ৩সি তালিকায় ফোনটির সম্পর্কে আর কিছু প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্ট থেকে শাওমি সিভি ৩-এর মূল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা গেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Xiaomi Civi 3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, শাওমি সিভি ৩-এ পিল-আকৃতির কাটআউট সহ একটি কার্ভড-এজ ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে।
ফটোগ্রাফির জন্য, Xiaomi Civi 3-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক সনি আইএমএক্স৮-সিরিজের ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকতে পারে। আর ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এখন যেহেতু ডিভাইসটি 3C-এর অনুমোদন লাভ করেছে, তাই অনুমান করা হচ্ছে, এটি আগামী মাসেই চীনের বাজারে পা রাখবে। ডিভাইসটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে যদিও এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, শাওমি সম্প্রতি চীনা বাজারে Xiaomi 13 Ultra এবং Xiaomi Pad 6 সিরিজের ফ্ল্যাগশিপ ট্যাবলেটগুলি লঞ্চ করেছে। ব্র্যান্ড জানিয়েছে, 13 Ultra এখন হোম মার্কেটে কেনার জন্য উপলব্ধ এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি ইউরোপ সহ বিশ্বের আরও কিছু বাজারে উন্মোচিত হবে। তবে এটি ভারতে আসার সম্ভাবনা কম। Xiaomi Pad 6-ও গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে, তবে Pad 6 Pro মডেলটি চীনা বাজারেই সীমাবদ্ধ থাকবে।