৬ হাজার টাকা ছাড়! Mi 11 Lite ফোনের ৬ জিবি মডেলের থেকে অনেক সস্তা ৮ জিবি মডেল, Xiaomi-র হল টা কি
গত বছর ভারতের বাজারে মিড রেঞ্জে লঞ্চ হয়েছিল Xiaomi Mi 11 Lite। আর এখন অর্থাৎ আগমনের প্রায় দেড় বছরের মাথায় হ্যান্ডসেটটির দাম একধাক্কায় ৬,০০০ টাকা কমানো হল। তবে ফোনটির কেবল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টই কম দামে পাওয়া যাবে। আর মজার বিষয় হল, ৮ জিবি ভ্যারিয়েন্ট এত সস্তা হয়ে যাওয়ায় ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কিনতে চাইলে এখন ক্রেতাদের বেশি অর্থ ব্যয় করতে হবে। Xiaomi Mi 11 Lite ফোনের ফিচারের কথা বললে, এতে আছে অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর।
Xiaomi Mi 11 Lite ফোনের নতুন দাম
শাওমি এমআই ১১ লাইট ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ভারতে ২৫,৯৯৯ টাকায় করা হয়েছিল। কিন্তু এখন ই-কমার্স সাইট অ্যামাজনে (Amazon) এর দাম পুরো ৬,০০০ টাকা কমানো হয়েছে। যার দরুন উক্ত ফোনের ৮ জিবি ভ্যারিয়েন্টটি বর্তমানে ১৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার আপনি যদি কিস্তিতে ফোনটি কিনতে চান, তবে মাসিক ৯৫৫ টাকার প্রারম্ভিক স্ট্যান্ডার্ড ইএমআই বিকল্পের সুবিধা পেয়ে যাবেন। সাথে নো-কস্ট ইএমআই অপশনও অফার করা হচ্ছে
প্রসঙ্গত, শাওমি আনীত এই ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২৪,৯৯৯ টাকা হলেও, বর্তমানে এটিকে ৩,০০০ টাকা ছাড়ের সাথে ২১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে অ্যামাজনে। সেক্ষেত্রে ছাড় পাওয়ার পরেও বেস ভ্যারিয়েন্টের দাম টপ-এন্ড মডেলের থেকে ২,০০০ টাকা বেশি থাকছে। ফলে ৮ জিবি র্যাম যুক্ত মডেলটি কেনাই অধিক লাভজনক হবে।
Xiaomi Mi 11 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন
এমআই ১১ লাইট স্মার্টফোনে ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান।
ফটোগ্রাফির জন্য শাওমি আনীত এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর ডিভাইসের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Mi 11 Lite স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট সহ ৪,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হয়েছে। আর নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।