Xiaomi Mix Flip: সিম ছাড়াই কল-মেসেজ, চমকাতে আসছে শাওমির প্রথম স্যাটেলাইট ফোন

Update: 2024-01-19 06:57 GMT

শাওমি (Xiaomi) একটি নতুন ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে। এতে ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ এটি কোম্পানির প্রথম ফ্লিপ ফোন হবে। এটি Xiaomi Mix Flip নামে লঞ্চ হতে পারে। জল্পনা বাড়িয়ে সেটি এখন চীনের সার্টিফিকেশন প্ল্যাটফর্ম, এমআইআইটি (MIIT)-তে দেখা গেছে, যা এর সম্পর্কে কিছু নতুন তথ্য প্রকাশ করেছে।

নতুন Xiaomi Mix Flip-কে দেখা গেল MIIT সাইটে

শাওমির আসন্ন মিক্স ফ্লিপ ফোনটি এমআইআইটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। অনলাইন ডেটাবেস অনুযায়ী, স্মার্টফোনটি 2311BPN23C মডেল নম্বর বহন করে। এর আগে আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটে একই মডেল নম্বর সহ ডিভাইসটিকে তালিকাভুক্ত হয়েছিল৷ এমআইআইটি শাওমি মিক্স ফ্লিপ-এর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য তুলে ধরেছে।

শাওমির প্রথম ক্ল্যামশেল ডিজাইনের ফোন স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট সহ আসবে। সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া বিভিন্ন ফ্ল্যাগশিপে ফোনে এটি দেখা যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই একটি জনপ্রিয় ফিচার হয়ে উঠেছে। অন্য সূত্র থেকেও শাওমি মিক্স ফ্লিপের কিছু বৈশিষ্ট্য সামনে এসেছে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি থাকবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি, সম্প্রতি Xiaomi Mix Flip-এর রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছে এর, যা এর ডিজাইনের আভাস দিয়েছে। রেন্ডার অনুযায়ী, ফোনটির পিছনে একটি অনুভূমিকভাবে সজ্জিত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে একটি ৩x টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়ার ক্যামেরা মডিউলের ঠিক নীচে একটি ছোট আকারের বাহ্যিক স্ক্রিন অবস্থান করবে।

Tags:    

Similar News