চমকে দেওয়ার মতো পারফরম্যান্স দেবে Xiaomi MIX Flip ও MIX Fold 4, কবে বাজারে আসবে

Update: 2023-06-10 11:12 GMT

শাওমি (Xiaomi) তাদের দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে এবং জল্পনা রয়েছে এগুলি আগামী বছর বাজারে পা রাখবে। দুটি ফোনের মধ্যে, একটি ব্র্যান্ডের বিদ্যমান MIX Fold লাইনআপের একটি অংশ হতে চলেছে, আর অন্যটি হবে শাওমির প্রথম ক্ল্যামশেল ফোল্ডিং ফোন এবং এটি MIX Flip নামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক সুপরিচিত টিপস্টারও দাবি করেছেন যে, আগামী বছর এই ফোল্ডেবল ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। আসুন এখনও পর্যন্ত Xiaomi MIX সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির বিষয়ে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi MIX Flip & MIX Fold 4 আগামী বছর লঞ্চ হতে পারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-এর পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, শাওমি ২০২৪ সালের মধ্যে তাদের প্রথম ফ্লিপ ফোনটি লঞ্চ করবে। এর সাথেই, ব্র্যান্ডটি আগামী বছর পরবর্তী প্রজন্মের মিক্স ফোল্ড ৪ মডেলটিও প্রকাশ করার পরিকল্পনা করছে।

তবে জানিয়ে রাখি, মিক্স ফোল্ড ৪-এর পূর্বসূরি শাওমি মিক্স ফোল্ড ৩ এখনও বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি। এই ফোনটি চলতি বছরের জুলাই বা আগস্টের মধ্যে আত্মপ্রকাশ করবে শোনা যাচ্ছে। কিন্তু তার আগেই এখন টিপস্টার পরবর্তী প্রজন্মের মডেলটির সম্পর্কে তার সাম্প্রতিক পোস্টে বেশকিছু তথ্য প্রকাশ করেছেন। তার মতে, মিক্স ফোল্ড ৪-এর মডেল নম্বর N17 এবং মিক্স ফ্লিপ N18 মডেল নম্বরটি বহন করবে। এর সাথেই তিনি যোগ করেছেন যে, দুটি মডেলই আগামী বছর লঞ্চ হবে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে।

যদিও সঠিক চিপসেটের নামটি প্রকাশ করা হয়নি, তবে ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে এটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ গ্রেড স্ন্যাপড্রাগন ৮ সিরিজে অন্তর্ভুক্ত থাকবে, যা উন্নততর পারফরম্যান্স সরবরাহ করবে। মনে রাখবেন যে, এটি এখনও একটি অসমর্থিত রিপোর্ট, তাই এই তথ্যগুলির সত্যতা কতটা না সময়ই বলতে পারবে। আশা করা যায়, শীঘ্রই নতুন Xiaomi MIX Flip & MIX Fold 4 সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

Tags:    

Similar News