অপেক্ষা শেষ, বিশেষ ডিজাইনের Xiaomi MIX Flip বাজারে আসছে এই সময়, থাকবে এই Snapdragon প্রসেসর

By :  SUMAN
Update: 2024-03-19 14:40 GMT

জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi বর্তমানে তাদের 'ফার্স্ট এভার' ক্ল্যামশেল স্টাইল ফোল্ডেবল ফোন MIX Flip লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার Xiaomi MIX Flip এর মডেল নম্বর সহ প্রসেসর ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। একই সাথে এর প্রাপ্যতা ও লঞ্চের সময় সম্পর্কেও আমরা জানতে পেরেছি।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই Xiaomi MIX Flip ফোল্ডেবল স্মার্টফোনের ফিচার ফাঁস হল

জানিয়ে রাখি, শাওমি 2021 সালের প্রথমার্ধ থেকেই মিক্স ফ্লিপ মডেলটি নিয়ে কাজ করছে। কিন্তু মাঝে এই কাজ বন্ধ করে দেওয়া হয়। গত বছর কানাঘুষো শোনা যায় যে, সংস্থাটি আরেকটি নতুন ডিভাইসের উপর কাজ করছে। এক্ষেত্রে বহু টেক বিশ্লেষক অনুমান করেছিলেন যে, আসন্ন মডেলটি হয়তো মিক্স ফোল্ড 4 (MIX Fold 4) হবে। কিন্তু সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যায় মিক্স ফোল্ড 4 নয় বরং 2024 সালে মিক্স ফ্লিপ মডেল লঞ্চ হতে চলেছে। যদিও সংস্থার তরফ থেকে এখনো কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে, ডিভাইসটি মে মাসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

যেমনটা আগেই বলেছি Xiaomi MIX Flip ফোনের ফিচার সম্পর্কিত কয়েকটি তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, এটি "2405CPX3DG / 2405CPX3DC" মডেল নম্বর এবং "রুয়ি" (ruyi) কোডনেম সহ আসবে৷ আবার এই ফোন "N8" ইন্টারনাল নম্বর বহন করবে। কারণ শাওমি তাদের MIX-সিরিজের ডিভাইসগুলির জন্য "8" নম্বরটি বরাদ্দ করেছে।

ফিচারের (সম্ভাব্য) কথা বললে, Xiaomi MIX Flip ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এর ব্যাক প্যানেলে সম্ভবত ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা মডিউলের ঠিক নীচেই তুলনায় ছোট আকারের সেকেন্ডারি ডিসপ্লে অবস্থান করতে পারে। অন্তত সদ্য প্রকাশ্যে আসা একটি রেন্ডারে এমনটাই দেখা গেছে। যদিও এটি অফিসিয়াল রেন্ডার না হওয়ায় তথ্যটি সত্যি বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, Xiaomi MIX Flip ফ্ল্যাগশিপ তুরস্ক সহ একাধিক আঞ্চলিক বাজারে উপলব্ধ করা হবে। কিন্তু ভারতে এটি আসবে না বলে দাবি করা হয়েছে। এই খবর আদৌ সত্যি কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগামী মে মাসে অর্থাৎ এই ডিভাইসটি লঞ্চ হওয়ার পর আমরা এই বিষয়ক যথাযথ খবর পেয়ে যাবো বলে আশা রাখছি৷

Tags:    

Similar News