ফোন থেকে বদলে যাবে ট্যাবলেটে, Xiaomi Mix Fold 3 লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে

Update: 2023-03-04 08:45 GMT

শাওমি (Xiaomi) তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে চীনে Xiaomi 13 Ultra লঞ্চের পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যে, আগামী এপ্রিল মাসে আত্মপ্রকাশ করবে এটি। 13 Ultra মডেলটি বিশ্ব বাজারেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি শাওমি তাদের পরবর্তী ফোল্ডেবল ফোনটির ওপরও কাজ করছে বলে জানা গেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, এই ডিভাইসটি Xiaomi Mix Fold 3 নামে এ বছরের দ্বিতীয়ার্ধে আসতে পারে। আসুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Xiaomi Mix Fold 3 লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে এল

শাওমি ২০২২-এর আগস্ট মাসে তাদের মিক্স ফোল্ড ২ ফোল্ডেবল ফোনটি লঞ্চ করেছিল। আর এখন টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, নতুন শাওমি মিক্স ফোল্ড ৩-এর লঞ্চের সময়সূচী তার পূর্বসূরির মতোই হবে, যা ইঙ্গিত করে যে এটি এই বছরের আগস্ট মাসে লঞ্চ হতে পারে। সুতরাং, বাজারে আসতে এখনও পাঁচ মাসেরও বেশি সময় বাকি আছে। তবে, ইতিমধ্যেই মিক্স ফোল্ড ৩ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে।

জানিয়ে রাখি, গত মাসে ওই একই টিপস্টার দাবি করেছিলেন যে, শাওমির চারটি আসন্ন ফোনে ইউএসবি ৩.২ পোর্ট ব্যবহৃত হবে। সেগুলির মধ্যে Xiaomi Mix Fold 3-ও রয়েছে বলে মনে করা হচ্ছে। মিক্স ফোল্ড ৩ মডেলটি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি / ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। যেহেতু ফোনটি এ বছর আগস্টে মুক্তি পেতে চলেছে, তাই আগামী সপ্তাহগুলিতে এটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, বর্তমান Xiaomi Mix Fold 2-তে ১,৯১৪ x ২,১৬০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। আর ফোনটির বাইরের দিকে, ৬.৫৬ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে রয়েছে যা ১,০৮০ x ২,৫২০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Mix Fold 2-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত। আর ফেল্ডেবল ফোনটির সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Mix Fold 2-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News