বড় ব্যাটারির সাথে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, Xiaomi MIX Fold 3 আসছে পেরিস্কোপ জুম ও টেলিফটো ক্যামেরা সহ
আগামী মাসে অর্থাৎ আগস্টে শাওমির যে স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ হতে চলেছে তার মধ্যে অন্যতম হল Xiaomi MIX Fold 3। এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি গত বছর আগস্টে লঞ্চ হওয়া MIX Fold 2-এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে, যা একাধিক বিভাগে আপগ্রেড অফার করবে বলে আশা করা যায়। আসন্ন লঞ্চের আগে এখন, MIX Fold 3 চীনের ৩সি (CCC) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। এই সার্টিফিকেশনটি থেকে শাওমির আপকামিং ফোল্ডেবল হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
Xiaomi MIX Fold 3 পেল 3C সার্টিফিকেশন
2308CPXD0C মডেল নম্বর সহ শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এই ফোনের সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জার (মডেল নম্বর: MDY-12-EF) থাকবে। এটি নির্দেশ করে যে, পূর্বসূরি মডেলের তুলনায় মিক্স ফোল্ড ৩-এর ফাস্ট-চার্জিং ক্ষমতার কোন উন্নতি হবে না। কারণ বর্তমান প্রজন্মের মডেলটিতেও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর বেশি তথ্য ৩সি ডেটাবেসে প্রকাশ করা হয়নি, তবে সার্টিফিকেশনটি চীনের বাজারে মিক্স ফোল্ড ৩-এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।
এর আগে প্রকাশিত কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, শাওমি মিক্স ফোল্ড ৩ তার পূর্বসূরির তুলনায় একটি বড় ব্যাটারি অফার করবে। মিক্স ফোল্ড ২-এ ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, তবে নতুন মডেলের ব্যাটারিটির ক্যাপাসিটি এর থেকে ৩০০ এমএএইচ বড় হতে পারে, অর্থাৎ ৪,৮০০ এমএএইচ। এছাড়াও, মিক্স ফোল্ড ৩ ফোনে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
রিপোর্ট অনুসারে, Xiaomi MIX Fold 3-এর বাইরের দিকে ৬.৫৬ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) কভার ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ভিতরে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮.০২ ইঞ্চির কিউএইচডি+ ফোল্ডেবল অ্যামোলেড স্ক্রিন থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার সংস্করণের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে।
এছাড়া, Xiaomi MIX Fold 3-এর অভ্যন্তরীণ ডিসপ্লেতে একটি ইন-স্ক্রিন ক্যামেরা উপস্থিত থাকবে। আর ডিভাইসটির রিয়ার প্যানেলে সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা, ১০x অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ জুম ক্যামেরা, ৩.২x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড লেন্স সমন্বিত ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আরও ভাল স্থায়িত্বের জন্য, Xiaomi MIX Fold 3 একটি ওয়াটারড্রপ ডিজাইনের হিঞ্জ এবং আইপি রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে।