Xiaomi Mix Fold 3: শাওমি ও লেইকা জুটির চমক, আগস্টে আসছে সেরা ক্যামেরার ফোন
শাওমি (Xiaomi)-এর নেক্সট-জেনারেশন Mix Fold 3 ফোল্ডেবল স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। গতকাল কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে চীনে এই বিশেষ ফোনটি লঞ্চ করবে। অন্যদিকে, বিখ্যাত জার্মান ক্যামেরা প্রস্তুতকারী কোম্পানি, লাইকা (Leica) Xiaomi Mix Fold 3 সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে। শাওমির ফোল্ডেবলটিতে সংস্থার তৈরি অপটিক্যাল ফুল-ফোকাস কোয়াড ক্যামেরা মডিউল থাকবে। এছাড়াও কিছু সূত্র মারফৎ Xiaomi Mix Fold 3 সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
Xiaomi Mix Fold 3-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
শাওমি মিক্স ফোল্ড ৩-এ লাইকা দ্বারা টিউন করা অপটিক্যাল ফুল-ফোকাস কোয়াড ক্যামেরা মডিউল থাকবে বলে ঘোষণা করেছে জার্মান ক্যামেরা সংস্থাটি। ডিভাইসটিতে স্লিম এবং শক্তিশালী কাঠামোর পাশাপাশি, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল থেকে পেরিস্কোপ আল্ট্রা-টেলিফটো পর্যন্ত চমৎকার পারফরম্যান্স সহ একাধিক লেন্স যুক্ত হবে। সম্প্রতি মিক্স ফোল্ড ৩ চীনা কম্পালসারি (3C) সার্টিফিকেশনে দেখা গেছে। যার লিস্টিং প্রকাশ করেছে যে, ত্রেতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। পূর্বের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং এটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এর আগে, শাওমি প্রেসিডেন্ট লুই ওয়েইবিংও প্রকাশ করেছিলেন যে, তাদের কোম্পানি বেইজিংয়ে একটি নতুন স্মার্ট ফ্যাক্টরি চালু করেছে এবং সেখানে প্রথম যে ডিভাইসটি তৈরি করা হবে, সেটি হবে শাওমি মিক্স ফোল্ড ৩। তিনি আরও জানান যে, ম্যানুফ্যাকচারিং সিস্টেমের ক্ষেত্রে কিছু নতুন আপগ্রেড মিলবে, যা শাওমি মিক্স ফোল্ড ৩-কে আরও শক্তিশালী এবং স্লিম করে তুলবে।
এছাড়া, Xiaomi Mix Fold 3-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ সেন্সর এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হতে পারে। তবে, স্টোরেজ কনফিগারেশন এবং ডিসপ্লের দৈর্ঘ্য আপাতত অজানাই রয়েছে।
জানিয়ে রাখি, নতুন Xiaomi Mix Fold 3-এর পূর্বসূরি Mix Fold 2-এ ৬.৫৬ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে রয়েছে। এই প্যানেলটি ১,০৮০ x ২,৫২০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস অফার করে।স্মার্টফোনটির ভিতরের দিকে ৮.০২ ইঞ্চির ডিসপ্লে বর্তমান, যা ১,৯১৪ x ২,১৬০ পিক্সেলের রেজোলিউশন, ৩৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে এসেছে, যা সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।
Xiaomi Mix Fold 2-এর ট্রিপল-ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে৷ Mix Fold 2-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার সাপোর্ট।