Xiaomi ও Redmi-র এই 11 ডিভাইসে আসছে HyperOS আপডেট, আপনার ফোন আছে এই তালিকায়?

By :  techgup
Update: 2023-11-28 08:41 GMT

Xiaomi গত মাসে নতুন HyperOS কাস্টম ইউজার ইন্টারফেসের ঘোষণা করেছে। একে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এবং বিদ্যমান MIUI কাস্টম স্কিনের বিকল্প হিসাবে রিলিজ করা হয়েছে। মূলত সমস্ত Mi এবং Redmi ডিভাইসকে একটি নির্দিষ্ট ইন্টিগ্রেটেড ইকো-সিস্টেমে নিয়ে আসার জন্য এই নয়া ওএস ডিজাইন করা হয়েছে। হালফিলে সংস্থাটি তাদের ৫টি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য এই অপারেটিং সিস্টেমের স্টেবল আপডেট দেওয়ার কথা নিশ্চিত করেছিল। একই সাথে আসন্ন Xiaomi 14 সিরিজে এটি প্রি-লোডেড থাকবে বলেও ঘোষণা করা হয়। আবার আজ জানা যাচ্ছে যে, ডিসেম্বরে আরো ১১টি Xiaomi বা Mi এবং Redmi ব্র্যান্ডেড স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য HyperOS রোলআউট করার কাজ শুরু হবে।

Xiaomi আরও ১১টি ডিভাইসের জন্য রোলআউট করতে চলেছে নতুন HyperOS আপডেট

শাওমির হাইপারওএস আপডেট একাধিক এমআই এবং রেডমি ডিভাইসের জন্য আনা হবে। তালিকায় স্মার্টফোনের পাশাপাশি একটি ট্যাবলেটও সামিল রয়েছে। এই ডিভাইসগুলি হল -

  • Xiaomi 12S Ultra
  • Xiaomi 12S Pro
  • Xiaomi 12S
  • Xiaomi 12 Pro
  • Xiaomi 12 Pro Dimensity Edition
  • Xiaomi 12
  • Xiaomi Pad 5 Pro 12.4
  • Redmi K50 Ultra
  • Redmi K50 Gaming Edition
  • Redmi K50 Pro
  • Redmi K50

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে Xiaomi Pad 6 ট্যাব হাইপারওএস আপডেট পাবে। কিন্তু সদ্য প্রকাশিত তালিকায় ডিভাইসটি অনুপস্থিত। একইভাবে, নতুন Xiaomi Pad 5 ট্যাবলেটের জন্য এই আপডেট দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে সদ্য আসা Xiaomi 13 স্মার্টফোন সিরিজটি হাইপারওএস -এর যোগ্য ডিভাইসের তালিকায় সামিল নেই। সবথেকে মজার বিষয় হল, প্রথমে Xiaomi 12S স্মার্টফোন লাইনআপ হাইপারওএস আপডেট পাবে না বলে জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে উক্ত সিরিজের ফোনগুলি তালিকাভুক্ত হয়।

HyperOS কী?

হাইপারওএস শাওমি প্রবর্তিত একটি নতুন কাস্টম অপারেটিং সিস্টেম, যা এমআইইউআই সিস্টেমের পরিবর্তে আনা হয়েছে। হাইপারওএস - লো লেভেল রিফ্যাক্টরিং, ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি, প্রো-অ্যাক্টিভ ইন্টেলিজেন্স এবং এন্ড-টু-এন্ড সিকিউরিটি প্রদানের উপর অধিক ফোকাস করবে বলে দাবি করা হয়েছে।

হাইপারওএস আধুনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং উদ্ভাবনী ফিচারের সাথে এসেছে৷ এটি - নিরবিচ্ছিন্ন ডিভাইস স্যুইচিং এবং ডেটা ও অ্যাপের ক্ষেত্রে রিমোট অ্যাক্সেস প্রদান করে। আবার স্পীচ জেনারেশন, ইমেজ সার্চ এবং আর্টওয়ার্ক তৈরির জন্য এআই (AI) ফিচারও ব্যবহার করবে এই কাস্টম রম।

Tags:    

Similar News