দাম শুনলে চোখ কপালে উঠবে! ফের সস্তা হল 200MP ক্যামেরাওয়ালা Redmi-র এই 5G ফোন
Redmi Note 13 Pro 5G offer: 2024 সাল শুরু হয়েছে আজ প্রায় চার মাস হল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই ভারতের বাজারে অনেকগুলি নতুন ফোন লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন সময়ের সাথে আপডেট থাকতে একটি লেটেস্ট হ্যান্ডসেট কিনতে চান, তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Redmi Note 13 Pro 5G মডেলটি। আসলে কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া এই মিডরেঞ্জ ফোনটিতে 67W ফাস্ট চার্জিং থেকে শুরু করে 200MP ক্যামেরার মতো ফিচার আছে। তাছাড়া এখন Flipkart-এ ফোনটি দারুণ ডিসকাউন্টে মিলছে।
দারুণ ছাড়ে মিলছে Redmi Note 13 Pro 5G, দাম দেখে নিন
বছরের গোড়াতে লঞ্চ হওয়া শাওমি নোট 13 প্রো 5জি ফোনের 8 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে 30,999 টাকা, তবে ফ্লিপকার্টের অফারে এখন এটি 27,999 টাকায় মিলছে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফারে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে অতিরিক্ত 2,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
এছাড়াও স্মার্টফোনটি কেনার সময় নিজের পুরোনো কোনো ফোন বদলে নিলে 23,400 টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যেতে পারে (শর্তাবলি প্রযোজ্য)। মানে ভাগ্যবশত সব অফার কাজে লাগানো গেলে ডিভাইসটি আপনি একেবারে জলের দরে হাতে পেয়ে যাবেন।
Redmi Note 13 Pro 5G-র স্পেসিফিকেশন
রেডমি নোট 13 প্রো 5জি ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,800 পিক ব্রাইটনেসযুক্ত 6.67 ইঞ্চি 1.5K (রেজোলিউশন 2712×1220 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো এ710 জিপিইউসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ মেলে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাবেন 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,100 এমএএইচ ব্যাটারি। আর, ফটোগ্রাফির জন্য এটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে।
উল্লেখ্য, ভালো শব্দের জন্য এই রেডমি ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকারও আছে।