DSLR ছাড়া নাকি ফটোগ্রাফি হয় না, বদ্ধমূল ধারণা ভাঙতে দুর্ধর্ষ ক্যামেরা ফোন আনল ZTE

Update: 2023-05-26 09:01 GMT

নুবিয়া মোবাইল (Nubia Mobile) ক্যামেরাপ্রেমীদের লক্ষ্য করে Nubia Z50 Ultra Photographer's Edition নামে একটি বিশেষ স্মার্টফোন লঞ্চ করেছে। নাম দেখেই বোধগম্য,এটি ফটোগ্রাফারদের অসাধারণ কিছু ফিচার অফার করতে চলেছে। ফ্ল্যাগশিপ Z50 Ultra Photographer's Edition মডেলে ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ জিবি র‍্যাম, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৫১২ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ আসুন এই নতুন নুবিয়া ফোনটির স্পেসিফিকেশন ফিচার এবং দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Nubia Z50 Ultra Photographer's Edition: স্পেসিফিকেশন এবং মূল্য

নুবিয়া জেড৫০ আল্ট্রা ফটোগ্রাফারস এডিশন-এর নামকরণটি যথাযথ, কারণ এটি বিশেষভাবে ফটোগ্রাফিতে আগ্রহী ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে ক্লাসিক এসএলআর (SLR) কালার কম্বিনেশন রয়েছে এবং এটি ব্ল্যাক কারি ও খাকি কালার অপশনের সাথে এসেছে, যা ঐতিহ্যবাহী ক্যামেরার চিরকালীন ডিজাইনের প্রতি শ্রদ্ধা জানায়। ডিভাইসটি ডুয়েল থ্রিডি লেজার এনগ্রেভিং ব্যবহার করে তৈরি একটি অনন্য টেক্সচার নিয়ে এসেছে, যা লেদার এবং গ্লাসের সমন্বয়ে অনন্য অভিজ্ঞতা প্রদান করে।

নুবিয়া জেড৫০ আল্ট্রা ফটোগ্রাফারস এডিশন প্রসঙ্গে বলতে গিয়ে, জেটিই টার্মিনাল ডিভিশন এবং নুবিয়া টেকনোলজি কোং লিমিটেডের প্রেসিডেন্ট নি ফেই মোবাইল ফটোগ্রাফিতে শ্রেষ্ঠত্বের প্রতি নুবিয়ার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়েছেন। তিনি ফোকাল লেন্থ, অ্যাপারচার, পিক্সেল, সেন্সর এবং অসামান্য ফটোগ্রাফিতে অবদান রাখে এমন অন্যান্য ফ্যাক্টরগুলির মধ্যে জটিল ইন্টারপ্লে-র ওপর জোর দিয়েছেন তিনি জানান নুবিয়ার লক্ষ্য হল এই সকল বিষয়গুলিকে একত্রিত করে এমনভাবে উপস্থাপন করা, যা তাদের নিজেদের অর্জন করা সীমানাকেও অতিক্রম করবে।

Nubia Z50 Ultra Photographer's Edition-এ ৬.৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ফ্লেক্সিবল কার্ভড ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ সহ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস ১৩ (MyOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nubia Z50 Ultra Photographer's Edition-এ এলইডি ফ্ল্যাশ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১১৬ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। আর নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত রয়েছে।

এছাড়া, Nubia Z50 Ultra Photographer's Edition-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইউএসবি টাইপ-সি অডিও, ডুয়াল স্মার্ট পিএ, ডিটিএস সহ স্টেরিও ডুয়াল স্পিকার: এক্স আল্ট্রা সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ এবং জিপিএস/গ্লোনাস। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

চীনের বাজারে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ Nubia Z50 Ultra Photographer's Edition মডেল ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,১০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। এটি ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে৷

Tags:    

Similar News