মহাবিপদে ১০ লক্ষ Facebook ব্যবহারকারী, হ‌্যাকারদের হাতে ইউজারনেম ও পাসওয়ার্ড

By :  techgup
Update: 2022-10-08 08:33 GMT

আপনি কি Facebook ব্যবহার করেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন। কারণ সম্প্রতি এক রিপোর্টে অনুযায়ী জানা গিয়েছে যে, প্রায় ১০ লাখ Facebook ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি হয়ে গেছে এবং সংস্থাটি নিজেই হালফিলে এই খবরটি নিশ্চিত করেছে। মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড (Meta Platforms Inc.) প্রায় ১ মিলিয়ন (প্রায় ১০ লক্ষ) Facebook ব্যবহারকারীকে উদ্দেশ্য করে জানিয়েছে যে, অ্যাপল ইনকর্পোরেটেড (Apple Inc.) এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেড (Alphabet Inc.)-এর সফ্টওয়্যার স্টোর থেকে ডাউনলোড করা বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কিত সিকিউরিটি ইস্যুর কারণে ইউজারদের অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল বেহাত হয়ে গিয়েছে। তাই ব্যবহারকারীদের অবশ্যই এ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

৪০০ টিরও বেশি ম্যালিশিয়াস অ্যাপের সন্ধান পেয়েছে Meta

গত শুক্রবার মেটা ঘোষণা করেছে যে, তারা চলতি বছরে ৪০০ টিরও বেশি ম্যালিশিয়াস অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) অ্যাপ্লিকেশনের সন্ধান পেয়েছে, যেগুলিকে কাজে লাগিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ফেসবুক লগইন ডিটেইলস সহ আরও অনেক গোপন তথ্য চুরি করছে হ্যাকাররা। এমনিতেই চলতি সময়ে অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) বা গুগল প্লে স্টোর (Google Play Store)-এ হামেশাই বিভিন্ন বহুল পরিচিত অ্যাপের ছদ্মবেশে নানাবিধ দূষিত অ্যাপের দেখা মেলে। এই ধরনের ছদ্মবেশী অ্যাপগুলিকে হাতিয়ার করে সহজসরল মানুষদেরকে প্রতারিত করার জন্য স্ক্যামাররা যে বর্তমানে প্রায় উঠেপড়ে লেগেছে, তা আমাদের কারোরই অজানা নয়। আর সম্প্রতি মেটার তরফে করা ঘোষণায় একথা আবারও একবার সামনে এল।

মেটা জানিয়েছে যে, তাদের খুঁজে পাওয়া ৪০০ টিরও বেশি ম্যালিশিয়াস অ্যাপের মধ্যে বেশিরভাগই ফটো এডিটর, মোবাইল গেম, বা হেলথ ট্র্যাকার অ্যাপের ছদ্মবেশ ধারণ করে রয়েছে। তবে ইতিমধ্যেই তারা অ্যাপল এবং গুগল উভয়কেই তাদের স্টোর থেকে অ্যাপগুলিকে অপসারণ করার বিষয়টি সম্পর্কে অবহিত করেছে। এর প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে যে, ৪০০ টিরও অধিক ম্যালিশিয়াস অ্যাপের মধ্যে ৪৫ টি তাদের স্টোরে রয়েছে এবং ইতিমধ্যেই সেগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে। অন্যদিকে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন যে, মেটার নির্দেশ পাওয়ার পর প্লে স্টোর থেকেও সমস্ত ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল।

কীভাবে চুরি গেল Facebook ব্যবহারকারীদের পার্সোনাল ডিটেইলস?

এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, এই সমস্ত ম্যালিশিয়াস অ্যাপের খোঁজ মেলার সাথে ফেসবুক ব্যবহারকারীদের পার্সোনাল ডিটেইলস চুরি যাওয়ার ঠিক কী সম্পর্ক রয়েছে? এর জবাবে মেটা জানিয়েছে যে, বর্তমান সময়ে ফটো এডিটর, মোবাইল গেম কিংবা হেলথ ট্র্যাকারের মতো অ্যাপগুলি ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তাই এখন এই ধরনের অ্যাপগুলির ছদ্মবেশেই সর্বাধিক সংখ্যক ম্যালিশিয়াস অ্যাপের দেখা মেলে। ইউজাররা নিজেদের ডিভাইসে এই অ্যাপ্লিকেশনগুলিকে ডাউনলোড করা মাত্রই শুরু হয় আসল খেলা; ভুয়ো অ্যাপগুলিতে মজুত থাকা ভাইরাস ইউজারদের ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের ইউজারনেম, পাসওয়ার্ড, এবং অ্যাকাউন্ট লগইন ডিটেইলস চুরি করে। সোজা কথায় বললে, এই ধরনের ক্ষতিকর ভাইরাস ডিভাইসে প্রবেশ করা মাত্রই ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির অ্যাক্সেস সম্পূর্ণভাবে চলে যায় হ্যাকারদের হাতে; আর এর ফলটা যে কী হয়, তা নিশ্চয়ই আর কাউকেই নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

চোখকান খোলা রাখা খুবই জরুরি

সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ইউজারদেরকে এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজেদের Facebook অ্যাকাউন্টসহ গোটা স্মার্টফোনটিকে আপাদমস্তক সুরক্ষিত রাখতে হলে যে-কোনো অ্যাপ ডাউনলোড করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে গ্রাহকদের। সেইসাথে Play Store কিংবা App Store থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সেটির রিভিউ এবং আগে কতবার সেটিকে ডাউনলোড করা হয়েছে, তা যথাযথভাবে যাচাই করে দেখে নেওয়াও একান্ত আবশ্যক। আসলে চলতি সময়ে হ্যাকারদেরকে আটকানোর যেহেতু বিশেষ কোনো উপায় নেই, তাই নিরাপদ এবং সুরক্ষিত থাকতে হলে নিজেদেরকেই সচেতন থাকার পাশাপাশি চোখকান খোলা রেখে চলতে হবে।

Tags:    

Similar News