সিম সচল রাখতে চান? Airtel এর এই স্মার্ট রিচার্জ প্ল্যান আপনার জন্য সবচেয়ে লাভজনক
সেকেন্ডারি কানেকশন হিসেবে নিজের এয়ারটেল (Airtel) নম্বরকে সচল রাখতে হলে ব্যবহারকারীদের জন্য টেলকোর ৯৯ টাকার প্রিপেইড প্ল্যান সস্তায় লাভজনক বিকল্প হতে পারে। তাছাড়া Airtel -এর এই 'স্মার্ট রিচার্জ' প্ল্যান বেছে নিলে নম্বরের ভ্যালিডিটি বজায় রাখার সাথে অবাধে ডেটা, কলিং, এসএমএস প্রভৃতি টেলিকম পরিষেবাগুলি উপভোগ করা সম্ভব। ফলে যারা রিচার্জের জন্য কেবলমাত্র সাশ্রয়ী প্ল্যানের খোঁজে রয়েছেন, তাদের পক্ষেও ৯৯ টাকার Airtel স্মার্ট রিচার্জ বিকল্পটি অত্যন্ত উপযুক্ত হতে পারে। আসুন এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
৯৯ টাকার বিনিময়ে আগত Airtel 'স্মার্ট রিচার্জ' প্ল্যানের সুবিধা
একথা তো সকলেই জানেন যে দীর্ঘ সময় ধরে নিজের নম্বর রিচার্জ না করলে তার ফলে একজন ইউজার টেলিকম পরিষেবা ব্যবহারের সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারেন। এর ফলে ফোনের ইনকামিং ফেসিলিটি বন্ধের পাশাপাশি নম্বর নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই সিম কার্ডের নিষ্ক্রিয়তা ঠেকাতে হলে একজন ইউজারকে অবশ্যই নির্দিষ্ট মূল্যের প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে হবে। বিচার করে দেখতে হলে এয়ারটেলের ৯৯ টাকার আলোচ্য প্ল্যান এক্ষেত্রে বহু ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে পারে।
৯৯ টাকার এয়ারটেল প্ল্যান রিচার্জ করলে মোট ৯৯ টাকা টকটাইম এবং ২০০ এমবি ডেটা খরচের সুযোগ পাওয়া যাবে। প্ল্যানটি রিচার্জের ফলে ইউজার ১ পয়সা/সেকেন্ড মূল্য খরচের বিনিময়ে যেকোনো লোকাল কল করতে পারবেন। তাছাড়া এই প্ল্যানের আওতায় লোকাল ও এসটিডি এসএমএস পাঠানোর জন্য গ্রাহকদের এসএমএস পিছু যথাক্রমে ১ ও ১.৫ টাকা খরচ করতে হবে।
উল্লেখ্য, এয়ারটেলের ৯৯ টাকার আলোচ্য প্ল্যান ২৮ দিনের ভ্যালিডিটি সহ বাজারে উপলব্ধ। অর্থাৎ একবার এটি বেছে নিলে ইউজার প্রায় সারা মাস রিজার্চের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, পূর্বে এয়ারটেল এর আলোচ্য প্ল্যানের দাম ছিল ৭৯ টাকা। গতবছর রিচার্জ ট্যারিফের মূল্য বৃদ্ধির কালে এয়ারটেল এই প্ল্যানের দাম বাড়িয়ে ৯৯ টাকা করে।