Airtel আনল তিনটি ধামাকাদার প্ল্যান, Netflix সহ বিনামূল্যে দেখা যাবে ৩৫০টির বেশি TV চ্যানেল
গ্রাহকদের জন্য নতুন তিনটি চিত্তাকর্ষক এক্সস্ট্রিম ফাইবার (Xstream Fiber) ব্রডব্যান্ড প্ল্যান বাজারে নিয়ে এল দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর সংস্থা ভারতী এয়ারটেল (Bharati Airtel)। ৬৯৯ টাকা মূল্যের থেকে শুরু এই প্ল্যানগুলি রিচার্জ করলে ইউজারগণ আনলিমিটেড ডেটা খরচের পাশাপাশি ৩৫০টিরও বেশি টিভি চ্যানেল এবং সর্বাধিক ১৭টি ওভার দ্য টপ (OTT) প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট দেখার সুযোগ পাবেন। অবশ্য 'অল ইন ওয়ান' (All In One) প্ল্যান নামে বাজারে আসা উক্ত বিকল্পগুলির ফায়দা ওঠাতে হলে আগ্রহীকে Airtel -এর 4K Xstream TV Box কিনতে হবে। সেক্ষেত্রে জিরো ইনস্টলেশন কস্ট সুবিধার সাথে প্রকাশ্যে আসার কারণে আলোচ্য প্ল্যান তিনটি রিচার্জের জন্য ইনস্টলেশন মাশুল বাবদ কোম্পানিকে (Airtel) কোনওরকম অর্থ প্রদান করতে হবেনা। এছাড়া তাদের প্রথম মাসের বিলও সম্পূর্ণরূপে মকুব করা হবে।
নতুন Airtel Xstream Fiber Broadband প্ল্যানগুলির সুবিধা
সর্বনিম্ন ৬৯৯ টাকার এয়ারটেল All in One প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা ৩৫০+ টিভি চ্যানেল দেখার পাশাপাশি মোট ১৫টি OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম অ্যাক্সেস পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাবেন। এর ফলে তারা Disney+ Hotstar সহ আরও একাধিক প্ল্যাটফর্ম থেকে পছন্দ অনুযায়ী গণনাতীত অসংখ্য জনপ্রিয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।
ডেটা সুবিধার কথা বলতে গেলে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ব্রডব্যান্ডের নতুন তিনটি প্ল্যানের সাথে ৩৩৩৩ জিবি (GB) এফইউপি (FUP) সীমা পর্যন্ত অফুরন্ত ডেটা খরচের স্বাধীনতা মিলবে। ৬৯৯ টাকার বিকল্প বাদে এমনতর সুবিধার সাথে উপলব্ধ অপর দুই প্ল্যানের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৯৯ এবং ১,৫৯৯ টাকা। প্রতিটি প্ল্যান একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার সহ Airtel Black Priority Care সুবিধার সাথে আনীত।
জানিয়ে রাখি, ৬৯৯, ১০৯৯ এবং ১,৫৯৯ টাকার নয়া এক্সস্ট্রিম ফাইবার প্ল্যানগুলি বেছে নিলে যথাক্রমে ৪০, ২০০ এবং ৩০০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
সর্বোপরি উক্ত প্ল্যানেরা Airtel Xstream প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ আগত। এর ফলে এদের চয়নকারীগণ সিঙ্গল-লগইন প্রক্রিয়ায় SonyLIV, Lionsgate Play, Hungama Play, Eros Now সহ মোট ১৪টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট উপভোগে সমর্থ হবেন। তাছাড়া এদের বেছে নিলে যে ৩৫০টিরও বেশি টিভি চ্যানেল দেখার ছাড়পত্র মিলবে, সেকথা তো আগেই বলেছি। এদের মধ্যে ৬৯৯ টাকার প্ল্যানটি Airtel Xstream প্রিমিয়াম ও Disney+ Hotstar, ১,০৯৯ টাকার প্ল্যানটি Amazon Prime ও Disney+ Hotstar এবং ১,৫৯৯ টাকার প্ল্যানটি আরও বাড়তি হিসেবে Amazon Prime, Disney+ Hotstar ও Netflix সাবস্ক্রিপশন সমেত বাজারে এসেছে।