দাম শুরু মাত্র ১৭ হাজার টাকা থেকে, Asus, HP, Dell, Lenovo-র ল্যাপটপ বিরাট সস্তায় মিলছে Flipkart-Amazon সেলে

By :  SUPARNA
Update: 2022-07-24 17:52 GMT

ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart ও Amazon-এ গতকাল অর্থাৎ ২৩শে জুলাই থেকে শুরু হয়েছে বিশেষ সেল। সেক্ষেত্রে Flipkart আয়োজিত Big Saving Days Sale আগামী ২৭শে জুলাই পর্যন্ত চলবে এবং Amazon ঘোষিত Prime Day Sale আজ রাত পর্যন্তই লাইভ থাকবে। এই সময়কালে আপনারা উক্ত দুটি সাইটের মাধ্যমে ৩৮% পর্যন্ত ভারী ডিসকাউন্ট ও নানাবিধ আকর্ষণীয় অফার সহ অ্যাডভান্স ফিচার সমন্বিত একটি ল্যাপটপ অতিশয় কম দামে অর্থাৎ নূন্যতম ১৬,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি ল্যাপটপে - বড় ডিসপ্লে, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি উপলব্ধ। ফলে আপনারা যারা নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন, তারা এরকম উত্তম সুযোগ আর পাবেন না। তাই সেল শেষ হওয়ার আগেই চলুন কোন কোন ল্যাপটপ মডেলের সাথে কিরূপ অফার দেওয়া হচ্ছে তা জেনে নেওয়া যাক।

Flipkart Big Saving Days Sale এবং Amazon Prime Day Sale -এ ভারী ডিসকাউন্ট সহ উপলব্ধ ল্যাপটপের তালিকা

HP Chromebook 11A: এইচপি ক্রোমবুক ১১এ ল্যাপটপের প্রকৃত মূল্য ২৬,৬৬৩ টাকা। কিন্তু অ্যামাজন প্রাইম ডে সেলে উক্ত মডেলটিকে এখন ৩৬% ডিসকাউন্ট সহ ১৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, ক্রোম ওএস চালিত এই এইচপি ল্যাপটপে একটি ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে আছে। এতে মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উক্ত মডেলে, বিল্ট-ইন ডুয়েল স্পিকার, ডুয়েল-অ্যারে মাইক্রোফোন এবং গুগল অ্যাসিস্টেন্টের সাপোর্ট পাওয়া যাবে। আর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ৩-ইন-১ কার্ড রিডার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্ট।

ASUS VivoBook 15 Core i3 10th Gen: আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপকে ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে ৩৮% ডিসকাউন্ট সহ মাত্র ২৬,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে সেল সমাপ্তির পর এটির দাম পুনরায় বেড়ে ৪৩,৯৯০ টাকা হয়ে যাবে। ফিচার হিসাবে, আলোচ্য ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চিত ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি উইন্ডোজ ১১ হোম এডিশন ওএস চালিত। পারফরম্যান্সের জন্য এই মডেলে ১০তম প্রজন্মের ইন্টেল আই৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক মেমরি রয়েছে।

HP 15s-Ryzen 3 5300U: এইচপির এই ল্যাপটপকে অ্যামাজন আয়োজিত সেলে ৪৭,৮৪৩ টাকার পরিবর্তে ৩২,৯৯০ টাকায় এনলিস্ট করা হয়েছে। অর্থাৎ ডিসকাউন্টের পরিমান থাকছে ফ্লাট ৩১% বা ১৪,৮৫৩ টাকা। ফিচারের প্রসঙ্গে বললে, আলোচ্য মডেলটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এটি উইন্ডোজ ১১ হোম এডিশন ওএসে রান করে। স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি SSD আছে। এছাড়া এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড ও ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্টও পাওয়া যাবে এই ডিভাইসে।

DELL Inspiron Ryzen 3 Dual Core 3250U: ডেল ইনস্পিরণ রাইজেন ৩ ল্যাপটপকে আপনারা ফ্লিপকার্টের মাধ্যমে ৩২% ডিসকাউন্টের সাথে মাত্র ৩১,৯৯০ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। তবে ২৭শে জুলাইয়ের পর উক্ত মডেলটিকে কিনলে আপনাদের কিন্তু পুরো ৪৭,৬৯৫ টাকা খসাতে হবে। ফিচার-তালিকার কথায় আসা যাক এবার। উইন্ডোজ ১১ হোম এডিশন চালিত এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেল। এটি রাইজেন ৩ ডুয়েল কোর প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি SSD উপলব্ধ।

Lenovo IdeaPad 3 Celeron Dual Core 4th Gen: লেনোভো আইডিয়াপ্যাড ৩ ল্যাপটপের আসল দাম ৪০,৪৯০ টাকা। কিন্তু ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেল চলাকালীন আপনারা এটিকে ৩৮% ডিসকাউন্ট সহ কেবল ২৪,৯৯০ টাকায় উপলব্ধ পেয়ে যাবেন। ফিচার প্রসঙ্গে বললে, আইডিয়াপ্যাড সিরিজের এই মডেলে একটি ১৪ ইঞ্চির ডিসপ্লে আছে। এতে ৪তম প্রজন্মের সেলেরন ডুয়েল কোর প্রসেসর উপস্থিত। আর স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি SSD পাওয়া যাবে।

Tags:    

Similar News