Amazon Prime Day Sale: iPhone-এ ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সস্তায় কেনা যাবে বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনও
ইতিমধ্যেই শপিংপ্রেমীরা জেনেছেন যে, ইউজারদের জন্য খুব শীঘ্রই একটি ধামাকাদার সেল নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)। সংস্থার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে 'Prime Day Sale' (প্রাইম ডে সেল) যা চলবে ২৪ জুলাই পর্যন্ত। বরাবরই নিজেদের প্রাইম মেম্বারদের জন্য Amazing এই সেলে অসংখ্য সুযোগসুবিধার বন্দোবস্ত করে থাকে। সেক্ষেত্রে এইবারও সেল চলাকালীন মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ, অ্যামাজন ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স ও অডিও প্রোডাক্টসহ নানাবিধ জিনিসে আকর্ষণীয় অফার এবং ডিলের সুবিধা মিলবে। সবমিলিয়ে বলা যায় যে, প্রতিবারের মতোই এবারেও 'Amazon Prime Day Sale' প্রাইম মেম্বারদের বিপুল কেনাকাটার ঠিকানা হয়ে উঠতে চলেছে। বিশেষত স্মার্টফোন কিনতে চাইলে, এই ইভেন্ট সোনায় সোহাগা মওকা হতে পারে। ঠিক কী অফার মিলবে আসন্ন সেলে? আসুন, এই বিষয়ে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।
Amazon Prime Day Sale-এ স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে উপলব্ধ অফারসমূহ
আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোন ও অ্যাক্সেসরিজের ওপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। উপরন্তু, এই সেলে ৭,০০০ টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট এবং ৭,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও উপলব্ধ থাকবে। আবার সেল চলাকালীন সময়ে স্মার্টফোন কিনলেই মিলবে ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং ৩ মাসের নো-কস্ট ইএমআইয়ের অপশন। এখন আমরা ব্র্যান্ড ভিত্তিক অফারগুলি সম্পর্কে আলোচনা করব।
OnePlus-এর ফোনে মিলবে এই অফার
সেলে OnePlus 9 5G (ওয়ানপ্লাস ৯ ৫জি) সিরিজের ফোন কিনলে ক্রেতারা ১৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আবার, OnePlus 10 Pro 5G (ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি) এবং OnePlus 10R (ওয়ানপ্লাস ১০আর) স্মার্টফোনে ৭,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৪,০০০ টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। গ্রাহকরা এই ফোনগুলি নো-কস্ট ইএমআই দিয়েও কিনতে পারবেন। এছাড়া, OnePlus Nord CE 2 Lite 5G (ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি)-এও অতিরিক্ত কুপন ডিসকাউন্টের সুবিধা উপলব্ধ থাকবে।
Xiaomi ও Tecno-র ফোনে থাকবে আকর্ষণীয় ছাড়
আসন্ন সেলে Redmi 9 (রেডমি ৯) সিরিজের ফোন কিনতে হলে ক্রেতাদের ন্যূনতম ৬,৮৯৯ টাকা ব্যয় করতে হবে। সেইসাথে ৬০০ টাকার কুপন ডিসকাউন্টও পাওয়া যাবে। অন্যদিকে, সেল চলাকালীন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে Tecno (টেকনো)-র স্মার্টফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
Samsung, iQOO এবং অন্যান্য নামজাদা ব্র্যান্ডের ফোনেও মিলবে দুর্দান্ত ছাড়
আসন্ন Amazon Prime Day Sale-এ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে Samsung (স্যামসাং)-এর ফোন কিনতে পারবেন গ্রাহকরা। এর সুবাদে সংস্থার বিভিন্ন স্মার্টফোনে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা মিলবে। অন্যদিকে, iQOO (আইকো) ব্র্যান্ডের বিভিন্ন হ্যান্ডসেটে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার, ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে Realme (রিয়েলমি) ও Oppo (ওপ্পো)-র স্মার্টফোন। তদুপরি, iPhone (আইফোন) কেনার ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।