Apple iPhone X: আইফোন এক্স সহ তিনটি অ্যাপল প্রোডাক্টের বিক্রি বন্ধ হচ্ছে শীঘ্রই, দেখে নিন নাম
টেক জায়ান্ট অ্যাপল তাদের তিনটি প্রোডাক্টকে ভিন্টেজ ক্যাটাগরিতে যুক্ত করলো। প্রোডাক্টগুলি হল - আইফোন এক্স, প্রথম প্রজন্মের হোমপ্যাড এবং প্রথম প্রজন্মের এয়ারপড। এক্ষেত্রে একটি প্রোডাক্টকে "ভিন্টেজ" তালিকায় কেন ফেলা হয় তা একটু জানিয়ে দিই। কোনো ডিভাইস লঞ্চ হওয়ার ৫ থেকে ৭ বছর পর যখন বিক্রির জন্য এর বন্টন বন্ধ করে দেওয়া হয়, তখন ওই প্রোডাক্টকে ভিন্টেজ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের প্রোডাক্ট কোনো রেগুলার সফ্টওয়্যার আপডেট পাওয়ার থেকে বঞ্চিত থাকে। এই শর্ত পূরণ করার দরুন উল্লেখিত তিনটি প্রোডাক্ট এখন ভিন্টেজ তালিকাভুক্ত হয়েছে।
তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, সফ্টওয়্যার আপডেট রিলিজ করা না হলেও অ্যাপল স্টোর এবং অনুমোদিত সার্ভিস সেন্টারে তিনটি ভিন্টেজ প্রোডাক্টের জন্য আগামী দুই বছর পর্যন্ত মেরামতের সুবিধা প্রদান করা হবে। তবে মেরামত করা সম্ভব হবে কিনা তা যন্ত্রাংশের প্রাপ্যতার উপর নির্ভর করবে।
এদিকে দুই-তিন বছর পর এই প্রত্যেকটি ডিভাইস আবার "অবসোলেট" ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়ে যাবে। যার অর্থ অ্যাপল প্রোডাক্টগুলির জন্য হার্ডওয়্যার পরিষেবাও বন্ধ করে দেবে।
কোনো প্রোডাক্টকে কখন অবসোলেট তালিকাভুক্ত করা হয়?
যখন অ্যাপলের তরফ থেকে কোনো প্রোডাক্টের বিক্রি ৭-৮ বছর আগে বন্ধ করে দেওয়া হয়, তখন সেটিকে অবসোলেট তালিকায় যুক্ত করা হয়। যার অর্থ, এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত ডিভাইসগুলি কোনও প্রকার সফ্টওয়্যার আপডেট পাবে না। পাশাপাশি অবসোলেট তালিকাভুক্ত ডিভাইস মেরামত বা সার্ভিস করার দায়িত্বও আর নেবে না অ্যাপল। উদাহরণস্বরূপ, আইফোন ৬ প্লাস মডেলের সেল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়। যার দরুন ২০২৪ সালে এসে সংস্থাটি এই হ্যান্ডসেটকে অবসোলেট হিসাবে ঘোষণা করে।
আইফোন এক্স এর ফিচার
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয় আইফোন এক্স। এটি এজ-টু-এজ ৫.৮-ইঞ্চির সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, এ১১ বায়োনিক চিপসেট এবং উন্নত মেশিন লার্নিংয়ের জন্য ডেডিকেটেড নিউরাল ইঞ্জিন সহ এসেছে। এর ডিসপ্লে নচ -এর মধ্যে নিরাপত্তার জন্য ট্রু ডেপ্থ ক্যামেরা চালিত ফেস আইডি ফিচার রয়েছে। ডিভাইসটিতে হোম বাটন অনুপস্থিত।
প্রথম প্রজন্মের হোমপ্যাড এর ফিচার
২০১৮ সালে প্রথম প্রজন্মের হোমপ্যাড ঘোষণা করা হয়েছিল। আর এই ডিভাইসের সাথেই টেক জায়ান্টটি প্রথমবার স্মার্ট স্পিকারের বাজারে এন্ট্রি নেয়। এটি হাই-ফিডেলিটি অডিও অফারের জন্য বিশেষভাবে ডিজাইন করা। হোমপ্যাড - একটি কাস্টম ইঞ্জিনিয়ারড উফার, সাতটি টুইটার এবং এ৮ চিপসেটের সাথে এসেছে। এই চিপ রিয়েল-টাইম অ্যাকোস্টিক মডেলিং এবং অডিও বিম-ফর্মিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি এনাবল করে। এই অডিও ডিভাইসে সিরি সাপোর্ট করে।
প্রথম প্রজন্মের এয়ারপড ফিচার
পরিশেষে, প্রথম প্রজন্মের এয়ারপড ২০১৬ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। ফাস্ট ওয়্যারলেস কানেক্টিভিটি এবং অ্যাপল ডিভাইসগুলির সাথে নিরবিচ্ছিন ইন্টিগ্রেশনের সুবিধা অফার করার দরুন এটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ডিভাইসটি ডাব্লিউ১ চিপ দ্বারা চালিত। প্রথম প্রজন্মের এয়ারপড - ইজি পেয়ারিং, ওয়্যারলেস কানেক্টিভিটি, কমপ্যাক্ট ডিজাইন এবং একটি পোর্টেবল চার্জিং কেস অফার করে। আবার অপটিক্যাল সেন্সর এবং মোশন অ্যাক্সিলোমিটার বৈশিষ্ট্যগুলি অটোমেটিক প্লেব্যাক সাপোর্ট করে। সোজা ভাষায় বললে, কান থেকে ইয়ারবাড সরানো হলে মিউজিক বন্ধ বা পজ হয়ে যায়।