Apple HomePod: পোষ্যের জন্য বাড়িতে আগুন, পরিবারের সবাইকে বাঁচালো অ্যাপল হোডপড

By :  SUMAN
Update: 2024-07-13 09:55 GMT

অ্যাপল প্রোডাক্টের নানামুখী ব্যবহারের কথা আমাদের অজানা নয়। দুর্দান্ত ব্যবহারির অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি নানা সময়ে অ্যাপল ওয়াচ এবং আইফোন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। সম্প্রতি এমনই একটি কাজ করে এবার শিরোনামে উঠে এসেছে অ্যাপলের হোমপড। জানা গেছে, গত ২৬ শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে পোষা কুকুরের জন্য আগুন লেগে যায়। আর সেই সময় ওই পরিবারের প্রাণ বাঁচায় অ্যাপেলের এই ডিভাইসটি।

ফেসবুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্ট একটি পোস্ট করে এই ঘটনাটি সকলের সাথে ভাগ করে নিয়েছে। তারা সেই পোস্টে জানিয়েছে যে, ওই পরিবারের কুকুরটি কোনো ভাবে রান্নার গ্যাস অন করে ফেলে, যার ফলে বাড়িতে আগুন লেগে যায় এবং ক্রমে সেই আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ঠিক সেই সময়ই অ্যাপলের হোমপড বাড়ির মালিকদের একটি নোটিফিকেশনের মাধ্যমে আগুনের বিষয়ে সতর্ক করে তোলে। আর এর পর খবর পেয়ে প্রায় ৪.৪৩ নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায় কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্ট।

যদিও, বাড়ির মালিক প্রথমে ভাবেন যে, এই ডিভাইসটি "হাই হিট" সম্পর্কিত কোনো নোটিফিকেশন পাঠিয়েছে। কারণ, অ্যাপলের হোমপডে কোনো হাই টেম্পারেচার অ্যালার্ট নেই, তবে এতে শব্দ শনাক্তকরণ প্রযুক্তি উপস্থিত। আর এই ফিচারটি হোমপডকে স্মোক অ্যালার্ম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সর্তকতা সম্পর্কিত শব্দ শনাক্ত করতে এবং আইপ্যাড, আইফোন সহ অ্যাপল ঘড়ির মতো সংযুক্ত ডিভাইসগুলিতে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দেয়। তাই মনে করা হচ্ছে যে, এই ডিভাইসটি সম্ভবত স্মোক অ্যালার্মের শব্দ চিনতে পেরে বাড়ির মালিকদের ডিভাইসে সর্তকতা মূলক নোটিফিকেশন পাঠিয়েছে।

প্রসঙ্গত, অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে ৫জুন ২০১৭ সালে, ফার্স্ট জেনারেশন হোমপড সম্পর্কে ঘোষণা করে। তারপরে যদিও, এই ডিভাইসের লঞ্চ বিলম্বিত হয় এবং এটি ৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে প্রথম প্রকাশ পায়। তারপর ২০২৩-এর ১৮ই জানুয়ারি হোমপডস এর লেটেস্ট সেকেন্ড জেনারেশন মডেলও লঞ্চ করা হয়।

আর এই সেকেন্ড জেনারেশনের হোমপড উন্নত সাউন্ড কোয়ালিটি এবং কম্প্যাক্ট ডিজাইন অফার করে। আবার, অ্যাপলের এ৭ চিপ দ্বারা চালিত এই ডিভাইসে আল্ট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্টের জন্য একটি অ্যাপল ইউ১ চিপও দেওয়া হয়েছে। এটি ওয়াই-ফাই ৪ এবং ব্লুটুথ ৫ কানেকশন অফার করে। তাছাড়া, সেকেন্ড জেনারেশনের এই হোমপডে থ্রেড নেটওয়ার্ক প্রটোকল সাপোর্ট করে। জানিয়ে রাখি, ভারতে বর্তমানে এই হোমপড-এর দাম ৩২,৯০০ টাকা। এদিকে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে হোমপড মিনি পাওয়া যাচ্ছে, ১০,৯০০ টাকায়।

Tags:    

Similar News