Apple iPhone Exports From India: চিনকে বুড়ো আঙ্গুল! ৫০ হাজার কোটির মেড ইন ইন্ডিয়া আইফোন রপ্তানি অ্যাপলের

Apple iPhone Exports From India - ৫০ হাজার ৪৪৭ কোটি টাকা মূল্যের মেড ইন ইন্ডিয়া আইফোন রপ্তানি করেছে অ্যাপল। রপ্তানির পাশাপাশি ভারতে বেড়েছে আইফোনের বিক্রিও।

Update: 2024-11-01 17:36 GMT

আইফোন উৎপাদনের ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা অনেকদিন আগেই কমিয়ে ফেলেছে অ্যাপল। ভারতকে পাখির চোখ করে ছক সাজাচ্ছে এই মার্কিন সংস্থা। যার ফসলও পাচ্ছে তারা। পরিসংখ্যান বলছে, ৫০ হাজার ৪৪৭ কোটি টাকা মূল্যের মেড ইন ইন্ডিয়া আইফোন রপ্তানি করেছে অ্যাপল। রপ্তানির পাশাপাশি ভারতে বেড়েছে আইফোনের বিক্রিও। বর্তমানে দুটি অ্যাপল স্টোর রয়েছে ভারতে। সম্প্রতি আরও ৪টি অ্যাপল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ত্রৈমাসিক ফলাফল আলোচনায় সে কথা জানিয়েছেন সিইও টিম কুক। দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই এবং পুনেতে খোলা হবে নতুন অ্যাপল স্টোর।

অন্যদিকে, দ্রুত গতিতে দেশে উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে অ্যাপল। সেপ্টেম্বরে সবথেকে বেশি আয় করেছে তারা। স্থানীয় ভর্তুকি, দক্ষ শ্রমিক এবং ভারতের প্রযুক্তিগত উন্নয়নের যে সম্ভাবনা তাকে কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে অ্যাপল। ইতিমধ্যে টাটা গ্রূপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সংস্থাটি।

চিনের উপর নির্ভরশীলতা কমাতে, দক্ষিণ এশিয়ার ভারতের উপরই ভরসা রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংস্থাটি। বিশ্বব্যাপী অ্যাপলের ব্যবসায় বড় ভূমিকা নিতে শুরু করেছে ভারত। চিন-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতির খবর নতুন নয়। তারই ফায়দা তুলে স্মার্টফোনের বাজারে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠার সুযোগ রয়েছে ভারতের কাছে।

অ্যাপলের তিন সরবরাহকারী সংস্থা - তাইওয়ানের ফক্সকন টেকনোলজি গ্ৰুপ, পেগাট্রন গ্ৰুপ এবং টাটা ইলেকট্রনিক্স দক্ষিণ ভারতে আইফোন অ্যাসেম্বেল করে থাকে। ভারত থেকে যত আইফোন বাইরের দেশেগুলিতে রপ্তানি হয় তার মধ্যে অর্ধেক উৎপাদন হয় চেন্নাইয়ের ফক্সকন গোষ্ঠীর কারখানায়। এরা দেশে অ্যাপলের সবথেকে বড় সাপ্লায়ার সংস্থা।

টেক রিপোর্ট আরও বলছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরে কর্নাটকে অবস্থিত টাটা ইলেক্ট্রনিক্সের কারখানা থেকে রপ্তানি হয়েছে ১.৭ বিলিয়ন ডলার মূল্যের আইফোন। গত বছর উইস্ট্রোন গ্রুপের থেকে এই কারখানাটি কিনে নেয় টাটা। এই মুহূর্তে ভারতে স্মার্টফোন বাজারের ৭ শতাংশ রয়েছে অ্যাপলের দখলে। দেখতে গেলে, দেশের বাজারে চিনের শাওমি, ওপ্পো এবং ভিভোর দাপট বেশি।

Tags:    

Similar News