এবার Android Smartphone-এ উপভোগ করা যাবে Apple Music, এসে গেল নতুন অ্যাপ

Update: 2023-06-01 05:49 GMT

Android স্মার্টফোনে এমনিতে প্রচুর ফিচার মিললেও প্রিমিয়াম পারফরম্যান্সের জন্য অধিকাংশেরই পছন্দের তালিকায় থাকে iPhone। আর কোনো কারণে iPhone কেনা সম্ভব না হলে, দুধের স্বাদ ঘোলে মেটাতে কেউ কেউ প্রায় একইরকম ডিজাইন, ফিচারওয়ালা হ্যান্ডসেট ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি যদি Android ইউজার হন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে একটি ভালো খবর – এখন আপনি নিজের সাধারণ স্মার্টফোনেই পাবেন Apple Music-এর ফিচার। হ্যাঁ, সম্প্রতি টেক জায়ান্ট Apple, Android ব্যবহারকারীদের জন্য Apple Music Classical ভার্সন প্রকাশ করেছে। এই অ্যাপ ইতিমধ্যেই Google Play Store-এ উপলব্ধ হয়েছে যা ডাউনলোড করলেই গান শোনার অনন্য অনুভূতি পাওয়া যাবে। যারা শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করেন, তাদের জন্য এটি ব্যাপক কার্যকরী হবে। তবে মনে রাখবেন, Android-এর জন্য আসা এই অ্যাপটি Apple Music সার্ভিসের একটি এক্সটেনশন হওয়ায়, এটি Apple Music বা Apple One সাবস্ক্রিপশনের সাথে কাজ করবে।

নিজের iPad বা Mac-এ এখনও অবধি এই ফিচার দেয়নি Apple

বলে রাখি, অ্যাপল, আজ থেকে প্রায় দু বছর আগে ২০২১ সালে ক্লাসিক্যাল মিউজিক স্ট্রিমিং পরিষেবা প্রাইমফোনিক চালু করেছিল। তারপর চলতি বছরের মার্চ মাসে এর অ্যাপ লঞ্চ হয় মূলত আইফোন ইউজারদের জন্য। সেক্ষেত্রে এখন সংস্থাটি অ্যান্ড্রয়েডের জন্য এই মিউজিক পরিষেবা উপলব্ধ করেছে, কিন্তু মজার ব্যাপার হল যে তার নিজের আইপ্যাড (iPad) এবং ম্যাক (Mac) ডিভাইসেই এটি উপলব্ধ নয়। অর্থাৎ, আইপ্যাড এবং ম্যাক ইউজারদের আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই অ্যাপল মিউজিক ক্লাসিক্যালের সুবিধা নিতে পারবেন। এতে অন্য জেনারের হাজার হাজার গানের মধ্যে থেকে আলাদা করে শাস্ত্রীয় সঙ্গীত শোনার জন্য খাটাখাটনি করতে হবেনা।

Apple Music Classical-এর সুবিধা

অ্যাপল মিউজিক ক্লাসিক্যাল অ্যাপটি ইউজারদের নতুন রিলিজ থেকে শুরু করে জনপ্রিয়, মাস্টারপিস এবং সেইসাথে হাজার হাজার এক্সক্লুসিভ অ্যালবামসমেত প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি ট্র্যাক অ্যাক্সেস করতে দেবে। এছাড়াও এতে অন্তর্ভুক্ত থাকবে ২০,০০০+ কম্পোজার, ৩,৫০,০০০+ মুভমেন্ট ইত্যাদি ডেটা অ্যাট্রিবিউটসহ ৫০ মিলিয়নেরও বেশি ডেটা পয়েন্ট।

এক্ষেত্রে ইউজাররা সুরকার, কন্ডাক্টর বা ক্যাটালগ নম্বর ইত্যাদি দ্বারা ট্র্যাকগুলি সার্চ করতে পারবেন। আবার অ্যাপটিতে সর্বাধিক ১৯২ কিলোহার্টজ/২৪ বিট হাই-রেসের অডিও কোয়ালিটি পাওয়া যাবে। অ্যাপল মিউজিক ক্লাসিক্যাল অ্যাপটি অ্যান্ড্রয়েড ৯ এবং তার পরবর্তী (পড়ুন লেটেস্ট) ওএস চালিত সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, এটি চীন, জাপান, কোরিয়া, রাশিয়া এবং তাইওয়ান ছাড়া বিশ্বব্যাপী উপলব্ধ হয়েছে। তাই এদেশে এর মজা চুটিয়ে উপভোগ করা যাবে।

Tags:    

Similar News